ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ইংল্যান্ডের বিপক্ষে ৩৪২ রানে বিশাল হার দক্ষিণ আফ্রিকার

ইংল্যান্ডের বিপক্ষে ৩৪২ রানে বিশাল হার দক্ষিণ আফ্রিকার

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার পর শেষ ম্যাচে এসে বড় ব্যবধানে ধরাশায়ী হলো দক্ষিণ আফ্রিকা। সিরিজ হারলেও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩৪২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বরেকর্ড গড়লো ইংল্যান্ড। বেথেল-রুটের জোড়া সেঞ্চুরিতে ৪১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৭২ রানে অলআউট হয় প্রোটিয়ারা।

সাউদাম্পটনে টস হেরে ব্যাট করতে নেমে ৩১ রানে ফেরেন বেন ডাকেট। ৬২ রান করে ক্যাচ আউটের ফাঁদে পড়েন জেমি স্মিথ। ১১০ রান করে দলীয় সংগ্রহ বড় করে সাজঘরে ফেরেন জ্যাকব বেথেল। সেঞ্চুরি হাঁকান জো রুটও। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৪১৪ রানে ইনিংস শেষ করে ইংল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ২৪ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দক্ষিণ আফ্রিকা। ইংলিশ বোলারদের দাপটে তাসের ঘরের মতো পড়তে থাকে প্রোটিয়াদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন করবিন বশ। নিয়মিত বিরতিতে উইকেট পড়লে মাত্র ৭২ রানে গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। ৪ উইকেট নিয়েছেন জোফরা আর্চার।

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে রানের ব্যবধানে এত বড় জয় এর আগে আর কোনো দল পায়নি। এতোদিন ওয়ানডেতে রানের হিসেবে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ডটা ছিল ৩১৭ রানের। ২০২৩ সালে তিরুবনন্তপুরমে শ্রীলঙ্কাকে এই ব্যবধানে হারিয়েছিল ভারত।

আবা/এসআর/২৫

ইংল্যান্ড,হার,দক্ষিণ আফ্রিকার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত