নেপালে ম্যাচ বাতিল, বিশেষ বিমানে ঢাকায় ফিরলেন ফুটবলাররা

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৪ | অনলাইন সংস্করণ

অনেক শঙ্কা ও অনিশ্চয়তা কাটিয়ে নেপাল থেকে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে তাদের বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ উড়োজাহাজটি কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে অবতরণ করে।

সকালে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর ফ্লাইটের অপেক্ষায় ছিলেন ফুটবলাররা, কোচ, কর্মকর্তা এবং খেলা কাভার করতে যাওয়া গণমাধ্যমকর্মীরা।

দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে ৬ সেপ্টেম্বর নেপালে গিয়েছিল বাংলাদেশ দল। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হলেও ৯ সেপ্টেম্বরের দ্বিতীয় ম্যাচ রাজনৈতিক অস্থিরতা ও সরকার পতনের কারণে বাতিল করে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফ)।

এ সময় টানা তিনদিন হোটেলে বন্দি ছিলেন বাংলাদেশের খেলোয়াড়রা। আন্দোলনের দিন টিম হোটেলে হামলার চেষ্টা হলেও হোটেল কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দেয়, জানিয়ে দেয় সেখানে কোনো রাজনৈতিক ব্যক্তি নেই।