হংকংয়ের দেয়া ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪৫ | অনলাইন সংস্করণ

  স্পোর্টস ডেস্ক

হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করেছে হংকং। জয়ের জন্য মহাদেশীয় প্রতিযোগিতা শুরু করতে টাইগারদের করতে হবে ১৪৪ রান।

এর আগে আজ বৃহস্পতিবার আরব আমিরাতের জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে চলতি এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে হংকংকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভার করেন শেখ মেহেদী।

দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন তাসকিন আহমেদ। বল হাতে নিজের প্রথম ওভারেই সাফল্য পান তিনি। হংকংয়ের ওপেনার অংশুমান রাথকে উইকেটের পেছনে লিটন দাসের তালুবন্দী করেন তিনি। এই ব্যাটার ফেরেন ৪ রানে।

শুরুতেই ধাক্কা খাওয়ার পর কিছুটা সাবধানে এগোতে থাকে হংকং। তবে এই জুটিকে বেশিক্ষণ টিকতে দেননি তানজিম হাসান সাকিব। ইনিংসের পঞ্চম ওভারে ১৪ রান করা বাবর হায়াতকে বোল্ড করেন তিনি। তৃতীয় উইকেটে ৪১ রানের জুটি গড়েন জিসান আলী ও নিজাকাত খান।

ধীরে ধীরে রানের গতি বাড়াতে থাকা জিসানকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন তানজিম সাকিব। এ ওপেনার ৩০ রান করেন। তার জায়গায় নেমে বেশ আক্রমণাত্মক ইনিংস উপহার দেন ইয়াসিম মুর্তুজা। মাত্র ১৯ বলে ২৮ রান করেন হংকং অধিনায়ক। তিনি রান আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তার দল।

শেষ দিকে ৪ বলে ৩ উইকেটের পতন হয় হংকংয়ের। ১৯তম ওভারের শেষ দুই বলে দুই উইকেট শিকার করেন রিশাদ হোসেন। আর ২০তম ওভারের দ্বিতীয় বলে এইজাজ খানকে প্যাভিলিয়নে পাঠান তাসকিন।

আবা/এসআর/২৫