
এশিয়া কাপের ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ ঘিরে সমর্থকদের উন্মাদনার কমতি ছিল না। ব্যাটিং-বোলিংয়ে ছন্নছাড়া পাকিস্তানকে এশিয়া কাপের ম্যাচে যেন পাত্তাই দিলো না ভারত। রোববার (১৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সালমান আগার দলকে ৭ উইকেটে হারিয়েছে মেন ইন ব্লুরা।
১২৮ রানের নাগালে থাকা টার্গেট তাড়া করতে নেমে দারুণ শুরুর আভাস দিয়েছিল শুভমান গিল। তবে বেশিদূর এগোতে পারেননি তিনি। সাইম আইয়ুবের টানা দুই বলে চার মারার স্টাম্পড হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। বিদায়ের আগে ৭ বলে ১০ রান করেন এই ওপেনার। গিলের বিদায়ের পর ঝড় তোলেন আরেক ওপেনার অভিষেক শর্মা। আফ্রিদির প্রথম ওভারে একটি করে চার–ছক্কার পর তার দ্বিতীয় ওভারেই একটি করে চার–ছক্কা মেরেছেন এই বাঁহাতি ওপেনার।
এরপর দলের হাল ধরেন তিলক বর্মা ও সুরিয়াকুমার ইয়াদভ। তাদের জুটিতে ওঠে ৫৬ রান। ৩১ বলে ৩১ রান করে সাইম আইয়ুবের তৃতীয় শিকার হয়ে তিলক বর্মা আউট হলেও সহজ জয় পেতে ভারতের কষ্ট হয়নি। ২৫ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় পায় ভারত। স্পিনার সুফিয়ান মুকিমকে ছক্কা মেরে দলকে জয়ের বন্দরে নিয়ে যান অধিনায়ক সুরিয়া। তিনি ৩৭ বলে ৪৭ করে অপরাজিত থাকেন। আরেক অপরাজিত ব্যাটার শিবম দুবে করেন ৭ বলে ১০।
টানা দুই জয়ে সুপার ফোরে এক পা দিয়ে রাখল সূর্যকুমার যাদবের দল।
আবা/এসআর/২৫