আরব আমিরাতকে বিদায় করে সুপার ফোরে পাকিস্তান
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৯ | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক

ছোট পুঁজি নিয়েও বড় জয় তুলে নিলো পাকিস্তান। দুবাইয়ে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়েছে আনপ্রেডিক্টেবলরা। এই জয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টিতে ভারতের সঙ্গে ‘এ’ গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত করেছে সালমান আগার দল। পাকিস্তানের দেয়া ১৪৭ রানের জবাবে ১০৫ রানে অল আউট হয়েছে স্বাগতিকরা।
দুবাই স্টেডিয়ামে পাকিস্তানের ব্যাটাররা স্বাভাবিক ব্যাটিং করতে পারছিলেন না। ওপেনিং জুটি ভাঙে তিন রানে। সংগ্রাম করেও থিতু হতে পারেননি শাহিবজাদা ফারহান। ফখর জামান ও সালমান আঘা ৬১ রানের জুটি গড়েন। সালমান ২৭ বলে ২০ রান করেন। ৩৬ বলে ৫০ রান ফখরের। ৮৬ রানে চার উইকেট হারালেও মোহাম্মদ হারিস ১৮ আর শাহীন শাহ আফ্রিদি ১৪ বলে হার না মানা ২৯ রানের ঝড়ো ইনিংস খেলায় ৯ উইকেটে ১৪৬ রানের সংগ্রহ পায় পাকিস্তান।
১৪৭ রানের লক্ষ্য তাড়ায় ভালো শুরু করেছিল আরব আমিরাত। দুই ওভারে তোলে ১৯ রান। তৃতীয় ওভারে আঘাত হানেন শাহিন আফ্রিদি। বাইরের বল স্টাম্পে টেনে বোল্ড হন আলিশান শরাফু (৮ বলে ১২)।
পরের ওভারে হারিস রউফ ১২ দিলে ৪ ওভারেই ১ উইকেটে ৩৫ রান তোলে আরব আমিরাত। সেখান থেকে লড়াইয়ে ফেরে পাকিস্তান। আবরার আহমেদের বলে চোখ ধাঁধানো এক ক্যাচে ফেরেন অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ১৫ বলে ১৪)।
পরের ওভারে মোহাম্মদ জুহাইবকে (৯ বলে ৪) বোল্ড করেন সাইম আইয়ুব। পাওয়ার প্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ৩৮ রান তুলতে পারে আরব আমিরাত।
সেখান থেকে চতুর্থ উইকেটে ধ্রুব পারেশার আর রাহুল চোপড়া আরব আমিরাতকে আশা দেখান। এই উইকেটে ৫১ বলে ৪৮ রান যোগ করেন তারা। অবশেষে ১৪তম ওভারে এই জুটি ভাঙেন হারিস রউফ। ২৩ বলে ২০ করে ফেরেন ধ্রুব। পরের ওভারে আসিফ খানকে শূন্য রানে বোল্ড করেন আবরার। ৮৮ রানে ৫ উইকেট তুলে নেয় পাকিস্তান।
এরপরই লড়াই থেকে ছিটকে পড়ে আরব আমিরাত। পরের দুই ওভারে হারায় আরও দুই উইকেট। অধিনায়ক সালমান আগা বল হাতে নিয়েই আউট করেন সেট ব্যাটার রাহুল চোপড়াকে (৩৫ বলে ৩৫)।
একশর আগে (৯৮ রানে) ৭ উইকেট হারানো আমিরাত আর পেরে উঠেনি শেষ পর্যন্ত। ১৭.৪ ওভারে ১০৫ রানে অলআউট হয় স্বাগতিক দল।
আবা/এসআর/২৫
