ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ত্রিমুখী সমীকরণের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

ত্রিমুখী সমীকরণের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

এশিয়া কাপে টিকে থাকতে জয়ের বিকল্প নেই আফগানিস্তানের। সমীকরণে শঙ্কা আছে শ্রীলংকারও—তাদেরও এ ম্যাচে এড়াতে হবে বড় ব্যবধানের হার। ত্রিমুখী সমীকরণের এই লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান। ফলে শ্রীলংকাকে পাঠানো হয়েছে ফিল্ডিংয়ে।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে রাত ৮টা ৩০ মিনিটে শুরু হয়েছে ম্যাচটি।

শ্রীলংকা একাদশে এনেছে একটি পরিবর্তন—মাহেশ থিকসেনার জায়গায় খেলছেন দুনিথ ওয়াল্লাগে। আফগানরা করেছে দুটি পরিবর্তন; গুলবাদিন নাইব ও গজনফারের জায়গায় একাদশে ফিরেছেন মুজিব উর রহমান ও দারউইস রসুলি।

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও শ্রীলংকা। এর মধ্যে পাঁচবার জয় পেয়েছে লঙ্কানরা, তিনবার আফগানরা। এবারের ম্যাচ তাই কেবল জয়-পরাজয়ের নয়, বরং টুর্নামেন্টে টিকে থাকারও লড়াই।

সুপার ফোরের সমীকরণ অনুযায়ী, শ্রীলংকা জিতলে বিদায় নেবে আফগানিস্তান এবং বাংলাদেশের ভাগ্য নির্ভর করবে রান রেটের ওপর।

অন্যদিকে, আফগানিস্তান জিতলে শ্রীলংকা ও বাংলাদেশ পয়েন্টে সমান হলেও রান রেটে এগিয়ে থেকে সুপার ফোরে উঠবে রশিদ খানরা। বর্তমানে আফগানিস্তানের রান রেট ২.১৫০, শ্রীলংকার ১.৫৪৬ ও বাংলাদেশের -০.২৭০।

বাংলাদেশের জন্য সমীকরণ কঠিন। আফগানিস্তানের জয়ে সুপার ফোরে উঠতে হলে শ্রীলংকাকে হারতে হবে অন্তত ৭০ রানের ব্যবধানে বা ৫০ বল হাতে রেখেই। তবে যদি ম্যাচ পরিত্যক্ত হয়, সেক্ষেত্রে লঙ্কানদের সঙ্গেই সুপার ফোর নিশ্চিত হবে বাংলাদেশের।

ব্যাটিংয়ে আফগানিস্তান,টস জিতে,ত্রিমুখী সমীকরণের ম্যাচ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত