গ্রুপ চ্যাম্পিয়ন শ্রীলংকা, রানার্সআপ হয়ে উঠল বাংলাদেশ

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০১ | অনলাইন সংস্করণ

এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিয়েছে শ্রীলংকা ও বাংলাদেশ। বৃহস্পতিবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে শ্রীলংকা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের রাউন্ডে উঠেছে। এই জয়ে আফগানদের বিদায় নিশ্চিত হয়েছে, আর ভাগ্য খুলেছে টাইগারদের।

১৭তম এশিয়া কাপের ‘বি’ গ্রুপে তিন ম্যাচে টানা জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে সুপার ফোর নিশ্চিত করেছে শ্রীলংকা। বাংলাদেশ জিতেছে দুই ম্যাচ, পেয়েছে ৪ পয়েন্ট। রানার্সআপ হয়েই সুপার ফোরে উঠেছে দলটি।

অন্যদিকে, আফগানিস্তান একটি জয় পেলেও বাকি দুই ম্যাচে হেরে বিদায় নিয়েছে। হংকং তিন ম্যাচে একটিতেও জিততে পারেনি।

‘এ’ গ্রুপ থেকে আগেই সুপার ফোরে জায়গা নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তান। ভারত টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে উঠেছে। পাকিস্তান ভারত ম্যাচে হেরেছিল ঠিকই, তবে আরব আমিরাত ও ওমানের বিপক্ষে জয়ে ৪ পয়েন্ট নিয়ে এগিয়েছে তারা।

শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ ওমান। টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নেওয়া দলটি শুধুই নিয়ম রক্ষার ম্যাচ খেলবে।

এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে আরব আমিরাতে। স্বাগতিকরা ভারত ও পাকিস্তানের কাছে হেরে গেলেও ওমানের বিপক্ষে একটি জয় তুলে নিয়েছে।