বাংলাদেশের বিপক্ষেই সুযোগ হাতছাড়া করেছি: রশিদ খান
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৭ | অনলাইন সংস্করণ

এশিয়া কাপে সুপার ফোরে উঠতে না পারায় আফগানিস্তান অধিনায়ক রশিদ খান আক্ষেপ করেছেন বাংলাদেশের বিপক্ষে হারের জন্য। আবুধাবিতে ১৫৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮ রানে হেরে যায় আফগানরা। সেই হারের ধাক্কাতেই শেষ পর্যন্ত বিদায় নিতে হলো তাদের।
আফগানিস্তান ও শ্রীলংকা শক্তিশালী দল হিসেবেই এবারের আসরে খেলতে নেমেছিল। তবে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং বিপর্যয় তাদের কঠিন সমীকরণের মুখে ফেলে দেয়। অথচ সেটিই ছিল বাংলাদেশের বাঁচা-মরার ম্যাচ। জিততে না পারলে বিদায় নিতে হতো বাংলাদেশকেই।
পরের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে আফগান ব্যাটিং আবারও ধসে পড়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৭ রান তুলতে পারে তারা। শেষ ওভারে মোহাম্মদ নবি ৫টি ছক্কা হাঁকিয়ে ৩২ রান করেন।
কিন্তু ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লংকানরা ৮ বল হাতে রেখেই ৬ উইকেটে জয় তুলে নেয়। ফলে বাংলাদেশকে সঙ্গে নিয়ে সুপার ফোরে জায়গা করে নেয় শ্রীলংকা, আর বিদায় নিতে হয় আফগানিস্তানকে।
ম্যাচ শেষে আফসোস ঝরে রশিদ খানের কণ্ঠে। তিনি বলেন, ‘বাংলাদেশ ম্যাচে আমাদের দুর্দান্ত সুযোগ ছিল, আমরা ১৫৫ রান তাড়া করতে পারিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে এমনটা হয়। আমাদের এগিয়ে যেতে হবে এবং একই ভুল আর করা যাবে না।’
