বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সুপার ফোর

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫২ | অনলাইন সংস্করণ

চলমান এশিয়া কাপের গ্রুপপর্ব আজ শেষ হবে। কোনো বিরতি ছাড়াই আগামীকাল থেকে শেষ চারের লড়াই শুরু হবে। ইতোমধ্যে নিশ্চিত হয়েছে সুপার ফোরের চার দল। ‘বি’ গ্রুপ থেকে কোন দুটি দল পরবর্তী রাউন্ডে খেলবে তা জানতে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, যেখানে হেরে বিদায় নিশ্চিত করেছে আফগানরা।

আফগানদের বিদায়ের পাশাপাশি ‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ সুপার ফোরে জায়গা পায়। ‘এ’ গ্রুপ থেকে ইতোমধ্যে ভারতের পর শেষ চারে ওঠা দল পাকিস্তান নিশ্চিত হয়েছে। ভারত ও পাকিস্তান একে অপরের সঙ্গে তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষদের বিপক্ষে কিছুটা ভুগেছে।

আজ ভারত ওমানের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে। আগের দুই ম্যাচে জয় এবং উচ্চ নেট রানরেটের কারণে ভারত শীর্ষে রয়েছে।

‘বি’ গ্রুপে অপরাজেয় থেকে প্রথম পর্ব শেষ করেছে শ্রীলঙ্কা। তিন ম্যাচে তারা যথাক্রমে হংকং, বাংলাদেশ ও আফগানিস্তানকে হারিয়েছে।

গ্রুপের শেষ ম্যাচে রশিদ খানের নেতৃত্বাধীন আফগানিস্তান ৮ উইকেটে ১৬৯ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়ে, কিন্তু কুশল মেন্ডিসের কার্যকর ব্যাটিংয়ে ৮ বল এবং ৬ উইকেট হাতে রেখে শ্রীলঙ্কা জয় নিশ্চিত করে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটির পয়েন্ট পূর্ণ ৬।

বাংলাদেশকে অবশ্য এইদিন সমীকরণ মেলাতে লঙ্কানদের দিকে তাকিয়ে থাকতে হয়েছে। তাদের জয়ই ছিল সুপার ফোরে ওঠার সবচেয়ে সহজ হিসাব।

নেট রানরেটে পিছিয়ে থাকলেও দুই ম্যাচ জিতে বাংলাদেশ ৪ পয়েন্ট অর্জন করে। আফগানরা ৩ ম্যাচে একটি জয় পেয়েছে এবং ২ পয়েন্ট নিয়ে বিদায় নেবে। হংকং কোনো ম্যাচে জয় পায়নি।