এশিয়া কাপে আজ সুপার ফোর খেলবে লিটনরা

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ | অনলাইন সংস্করণ

  স্পোর্টস ডেস্ক

আজ (শনিবার) থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার ফোর। যেখানে প্রথম ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ–শ্রীলঙ্কা। দুবাইয়ে ম্যাচ শুরু আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

আফগান-শ্রীলঙ্কা ম্যাচে যখন মনপ্রাণ দিয়ে লঙ্কানদের সমর্থন দিয়েছিল বাংলাদেশিরা, আজ সুপারফোরের প্রথম ম্যাচে সেই লঙ্কানরাই বাংলাদেশের প্রবল প্রতিপক্ষ।

একরকম লঙ্কানদের কাঁধে চড়ে সুপার ফোরে উঠ এসেছে বাংলাদেশ। এবার তাদেরই বিপক্ষে লড়তে হবে বাইশগজে। তবে এবারের দায়িত্বটা নিজেদের কাঁধেই। টিম বাস থেকে নেমে অনুশীলনে যাওয়ার পথে সেই ভাবনাটা নিশ্চয়ই আছে টাইগার শিবিরে।

যদিও গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরেছিল বাংলাদেশ। হাতে ৫ উইকেট নিয়েও ১৪০ পেরোতে পারেনি টাইগাররা। যা ৩২ বল হাতে রেখেই টপকে যায় সিংহের দল। তবে আবুধাবির অতীত ভুলে এবার বর্তমানে চোখ লাল–সবুজের। এখন সামনে চ্যালেঞ্জ সুপারফোরে সেই ভুল শোধরানোর।

 

আবা/এসআর/২৫