ভারতকে ১৭২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো পাকিস্তান

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪৬ | অনলাইন সংস্করণ

  স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপে গ্রুপ পর্বের দেখায় ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তানি ব্যাটাররা। আজ সুপার ফোরে আবারও মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। তবে এবার সূর্যকুমার যাদবদের সামনে ১৭১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করাতে পেরেছেন সালমান আঘারা।

টস হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তানকে দ্রুতই আগ্রাসী সূচনা এনে দেন নতুন ওপেনিং জুটি ফারহান ও ফখর জামান। দুজন মিলে স্কোরবোর্ডে ২১ রান যোগ করতেই তৃতীয় ওভারেই থার্ড-আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে হার্দিক পান্ডিয়ার বলে বিদায় নেন ফখর। ৯ বল খেলে ১৫ রানের ইনিংসে মারেন তিনটি চার।

এরপর ইনিংসের ভার কাঁধে নেন ফরহান। সাইম আইয়ুবকে নিয়ে গড়েন একপেশে ৭২ রানের জুটি। সাইম ১৭ বলে ২১ রান করে শিভম দুবের শিকার হন ১১তম ওভারে। তবুও থামেননি ফরহান। ১৭ রানের ছোট জুটি গড়েন হোসেইন তালাতের সঙ্গে (১০), কিন্তু ১৫তম ওভারে শিভম দুবে শেষ করেন তার লড়াই। ৪৫ বলে ৫৮ রান করে ইনিংসের সেরা স্কোরার হন ফারহান। 

শেষ দিকে ফাহিম আশরাফ ঝড় তুলে পাকিস্তানের সংগ্রহ বাড়ান। মাত্র আট বলে করেন অপরাজিত ২০ রান, যার মধ্যে দুটি ছক্কা ও একটি চার। ভারতের হয়ে বল হাতে সেরা ছিলেন শিভম দুবে। তিনি নেন ২ উইকেট। কুলদীপ যাদব ও হার্দিক পান্ডিয়া একটি করে উইকেট নেন।

 

আবা/এসআর/২৫