ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিসিবি সভাপতির চিঠি নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

বিসিবি সভাপতির চিঠি নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে জেলা ও বিভাগের এডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে সংগঠনের সভাপতির চিঠির কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ ২৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছেন চেম্বার আদালত।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিকেলে চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ, বিসিবির পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান।

এর আগে, হাইকোর্ট ১৫ দিনের জন্য এ চিঠির কার্যক্রম স্থগিত করেছিল। একই সঙ্গে আদালত জানতে চেয়েছিল, কেন বিসিবি নির্বাচনে জেলা ও বিভাগের এডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে সভাপতির চিঠি অবৈধ ঘোষণা করা হবে না। সংশ্লিষ্ঠদের দশ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল।

বিসিবি সভাপতির চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে চারজনের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

রিটকারী চারজন হলেন রাজবাড়ীর মঞ্জুরুল আলম, গোপালগঞ্জের জসিম উদ্দিন খসরু, লক্ষ্মীপুরের মঈনুদ্দিন চৌধুরী এবং টাঙ্গাইলের আলী ইমাম।

গত ১৮ সেপ্টেম্বর বিসিবি নির্বাচনে জেলা ও বিভাগের এডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে চিঠি দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

হাইকোর্টের আদেশ স্থগিত,বিসিবি সভাপতির চিঠি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত