ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

এবারের ব্যালন ডি’অর জিতলেন উসমান দেম্বেলে

এবারের ব্যালন ডি’অর জিতলেন উসমান দেম্বেলে

লামিনে ইয়ামালকে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ডি’অর জিতলেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড ২৮ বছর বয়সী উসমান দেম্বেলে। প্যারিস সাঁ জার্মেই (পিএসজি) ফরোয়ার্ড উসমান দেম্বেলে ২০২৫ সালের পুরুষদের ব্যালন ডি’অর জয়ী হিসেবে স্বীকৃতি পেলেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে প্যারিসের ঐতিহাসিক থিয়াত্র দ্যু শাতলেতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যালন ডি'অরের ৬৯তম আসর। ২৮ বছর বয়সী দেম্বেলের হাতে ট্রফি তুলে দেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিয়ো।

দেম্বেলে ২৮ বছর বয়সে ২০২৪–২৫ মৌসুমে ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স উপহার দিয়েছেন। তিনি মৌসুম শুরু করেছিলেন পিএসজির আক্রমণের ডান প্রান্তে, তবে ম্যানেজার লুইস এনরিক তাকে দ্রুত স্ট্রাইকার হিসেবে বদলান, যা প্রমাণিত হলো এক মাস্টারস্ট্রোক।

লিগ ১-এ ২৯ ম্যাচে দেম্বেলে ২১ গোল ও ৮ অ্যাসিস্ট নিয়ে শেয়ার করেন শীর্ষ গোলদাতার খেতাব এবং দলের হয়ে বছর সেরা দলে জায়গা পান। তবে চ্যাম্পিয়ন্স লিগে তার পারফরম্যান্স ছিল সবচেয়ে নজরকাড়া। তিনি ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও আর্সেনালের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে গোল করে এবং জটিল মুহূর্তে গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট দিয়ে দলের চ্যাম্পিয়ন্স লিগ জয় নিশ্চিত করেছেন।

অপরদিকে, নারী ফুটবলে টানা তিনবার ব্যালন ডি অর জিতে অবিশ্বাস্য কীর্তির জন্ম দিয়েছেন বার্সেলোনা ও স্পেনের তারকা আইতানা বনমাতি। সব মিলিয়ে তিনবার ব্যালন জেতা প্রথম নারী ফুটবলারও তিনি। দুবার এই স্বীকৃতি পেয়েছেন বার্সেলোনার আরেক তারকা অ্যালেক্সিস পুতিয়াস।

আবা/এসআর/২৫

ব্যালন ডি’অর,উসমান দেম্বেলে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত