বাংলাদেশ-ভারত ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৬ | অনলাইন সংস্করণ

এশিয়া কাপের সুপার ফোর পর্বে আজ (বুধবার) ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম অনুষ্ঠিতব্য এই হাইভোল্টেজ ম্যাচ শুরু হবে রাত ৮টা ৩০ মিনিটে। বাংলাদেশি দর্শকরা ম্যাচটি সরাসরি দেখতে পারবেন টি স্পোর্টস ও নাগরিক টিভি চ্যানেলে।
দিনভর টেলিভিশনে থাকছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলা। সকালে রয়েছে যুব ওয়ানডে ম্যাচ, যেখানে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। এছাড়া রাতভর ইউরোপীয় ফুটবলের নানা প্রতিযোগিতার ম্যাচ সম্প্রচারিত হবে বিভিন্ন স্পোর্টস চ্যানেলে।
নিচে টিভিতে আজকের খেলার সূচি তুলে ধরা হলো:
এশিয়া কাপ (সুপার ফোর)
বাংলাদেশ বনাম ভারত
রাত ৮:৩০ মিনিট
টি স্পোর্টস, নাগরিক
যুব ওয়ানডে
অস্ট্রেলিয়া বনাম ভারত
সকাল ১০টা
স্টার স্পোর্টস ১
লা লিগা (স্পেন)
হেতাফে বনাম আলাভেস
রাত ১১টা
বিগিন অ্যাপ
আতলেতিকো মাদ্রিদ বনাম রায়ো ভায়েকানো
রাত ১:৩০ মিনিট
বিগিন অ্যাপ
রিয়াল সোসিয়েদাদ বনাম মায়োর্কা
রাত ১:৩০ মিনিট
বিগিন অ্যাপ
ইউরোপা লিগ
ডিনামো জাগরেব বনাম ফেনেরবাচে
রাত ১টা
সনি স্পোর্টস ১
রিয়াল বেতিস বনাম নটিংহাম ফরেস্ট
রাত ১টা
সনি স্পোর্টস ২
নিস বনাম রোমা
রাত ১টা
সনি স্পোর্টস ৫
