বাংলাদেশকে ১৬৯ রানের লক্ষ্য দিলো ভারত
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২২:২৭ | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপে সুপার ফোরে আজ ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। অভিষেক শর্মার ৭৫ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রানের সংগ্রহ করে ভারত।
তবে মাঠে নামার আগেই দুঃসংবাদ পায় টাইগাররা। চোটের কারণে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার বদলে নেতৃত্ব দিচ্ছেন জাকের আলী অনিক। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিং নেন তিনি। আর ব্যাট করতে নেমেই অভিষেক শর্মার রুদ্র মূর্তিতে পাওয়ার প্লেতেই বড় সংগ্রহ পায় ভারত। তবে টাইগার বোলাররা ফিরে এসেছেন দুর্দান্তভাবে। রিশাদ হোসেন জোড়া উইকেটে ব্রেক থ্রু দেওয়ার পর অভিষেককে রান আউট করতেও সহায়তা করেন। এরপর মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিবও পান উইকেটের দেখা। তবে হার্দিক পান্ডিয়ার ৩৮ রানের সুবাদে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রানের সংগ্রহ গড়ে ভারত।
৭ রানে জীবন পাওয়া অভিষেক পরের ওভারেই জ্বলে উঠেন। নাসুমকে দুই ছক্কা ও এক চার মেরে হাত খুলে খেলা শুরু করেন। সেই শুরু, এরপর পুরো পাওয়ার প্লের বাকি ওভারগুলোতে রীতিমতো ঝড় বইয়ে দেন। ৩ ওভারে ১৭ করা ভারত পাওয়ার প্লের পরের ৩ অভারে তুলে ৫৫ রান। সবমিলিয়ে ৬ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ভারত করে ৭২ রান।
পাওয়ার প্লে শেষেই উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। সপ্তম ওভারে প্রথম অবার আক্রমণে এসেই ব্রেকথ্রু এনে দেন রিশাদ। এই লেগিকে উড়িয়ে মারতে গিয়ে তানজিম সাকিবের হাতে ক্যাচ দেন শুবমান গিল। সাজঘরে ফেরার আগে ১৯ বলে করেন ২৯ রান। নবম ওভারে আবারো উইকেট পেয়েছেন রিশাদ। তিনে নামা শুবম দুবে ২ রানের বেশি করতে পারেননি।
এর চারবল পরই ফিরেছেন সূর্যকুমার যাদবও। ভারত অধিনায়ককে জাকেরের ক্যাচ বানিয়েছেন মুস্তাফিজ। ১১ বল খেলে ৫ রানের বেশি করতে পারেননি তিনি। সূর্যের পথে হেঁটেছেন তিলক ভার্মাও। ৭ বলে করেছেন ৫ রান।
আবা/এসআর/২৫
