ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ফাইনালে ওঠার লড়াইয়ে রাতে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

ফাইনালে ওঠার লড়াইয়ে রাতে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

এশিয়া কাপে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। আনুষ্ঠানিকভাবে এটি সেমিফাইনাল না হলেও বাস্তবে ম্যাচটি একপ্রকার নকআউট। জয়ী দল উঠবে ফাইনালে, আর পরাজিত দলের বিদায় নিশ্চিত। ইতোমধ্যেই ভারত ফাইনাল নিশ্চিত করেছে।

তাই আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় বাংলাদেশ-পাকিস্তানের লড়াইয়ে জয়ী দলই ফাইনালে ভারতের মুখোমুখি হবে।

দুই দলের টি-টোয়েন্টি ইতিহাসে এখন পর্যন্ত ২৫ ম্যাচের মুখোমুখিতে পাকিস্তান জয় পেয়েছে ২০টিতে, বাংলাদেশ জিতেছে মাত্র ৫টিতে। নিরপেক্ষ ভেন্যুতেও পাকিস্তানের দাপট স্পষ্ট—৮ জয় পাকিস্তানের, মাত্র ১ জয় বাংলাদেশের। তবে সাম্প্রতিক পাঁচ লড়াইয়ে ব্যবধান কিছুটা কমেছে; পাকিস্তান জিতেছে ৩টিতে, বাংলাদেশ জিতেছে ২টিতে। সবশেষ লড়াইয়ে (২৫ জুলাই) পাকিস্তান ৭৪ রানে হারায় বাংলাদেশকে।

ভারতের বিপক্ষে হারের পর এই ম্যাচে বাংলাদেশ একাদশে একাধিক পরিবর্তনের আভাস মিলেছে। ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন অধিনায়ক লিটন দাস। পেস আক্রমণে আসতে পারেন তাসকিন আহমেদ, আর অলরাউন্ডার হিসেবে থাকতে পারেন শেখ মেহেদী হাসান। শ্রীলঙ্কাকে হারিয়ে দুর্দান্ত শুরু করলেও ভারতের বিপক্ষে ব্যর্থতার পর আজকের ম্যাচটাই টাইগারদের বাঁচা-মরার লড়াই।

অন্যদিকে পাকিস্তানও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়েই খেলছে এশিয়া কাপ। ভারতের কাছে হেরে সুপার ফোর শুরু করলেও শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে তারা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শাহিন শাহ আফ্রিদি বলেছেন, বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ভালো ক্রিকেট খেলছে। ওদের হারাতে হলে নিজেদের প্রতিটি বিভাগেই সেরা খেলতে হবে।

আজকের লড়াই নিছক একটি ক্রিকেট ম্যাচ নয়। এটি দুই দলের স্বপ্ন, আবেগ আর অদম্য লড়াইয়ের প্রতীক। মরুর বুকে আলোকোজ্জ্বল দুবাই স্টেডিয়ামে এক পাশে পাকিস্তানের অভিজ্ঞতা ও দাপট, অন্য পাশে বাংলাদেশের তরুণ তেজ ও নতুন ইতিহাস লেখার আকাঙ্ক্ষা।

বাংলাদেশ,পাকিস্তানের মুখোমুখি,ফাইনালে ওঠার লড়াই
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত