‘আজ তোর জ্বলে ওঠা দরকার’, তানজিদকে শুভকামনা রুবেলের

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৭ | অনলাইন সংস্করণ

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের ‘অলিখিত সেমিফাইনাল’ ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের সাবেক তারকা পেসার রুবেল হোসেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমকে উদ্দেশ্য করে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।

নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে রুবেল লিখেছেন— “তানজিদ তামিম আজকে তোর জ্বলে ওঠা খুব দরকার—দেশের জন্য, দলের জন্য। এর আগেও গ্রুপ স্টেজে তুই দেখিয়েছিস, আজ আমি চাই তোর ব্যাটে সেই আগুন। গুড লাক ভাইয়া।”

এশিয়া কাপে এর আগেও গ্রুপ স্টেজে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন তানজিদ হাসান তামিম। তাই পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে তাকে নিয়ে রুবেলের এই উৎসাহব্যঞ্জক পোস্ট সমর্থকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।

বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচটি জিতলেই ফাইনালে উঠবে টাইগাররা, হারলেই বিদায়। তাই আজকের রাতের লড়াই হয়ে উঠেছে টাইগারদের জন্য বাঁচা-মরার।

এমন ম্যাচের আগে তানজিদের ব্যাটে আগুন ঝরবে—এমন প্রত্যাশাই ব্যক্ত করলেন রুবেল হোসেন।