
সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়ন শিপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ দল। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতে বিপক্ষে ট্রাইবেকারে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব–১৭ ফাইনালের রোমাঞ্চকর ম্যাচটি ২–২ গোলে শেষ হলেও টাইব্রেকারে ফল হলো ৪–১। এতে বাংলাদেশকে মুখোমুখি হতে হলো ভারতের কাছে চিরচেনা হারের।
এই হারের মধ্য দিয়ে বয়সভিত্তিক সাফ টুর্নামেন্টে টানা চতুর্থবার ফাইনালে ভারতের কাছে হারল বাংলাদেশ।
ম্যাচের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। মাত্র চতুর্থ মিনিটেই ভারতের দালামুয়োন গাত্তির শটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে ২৫ মিনিটে নাজমুলের কর্নার থেকে মানিকের নিখুঁত হেডে সমতায় ফেরে লাল–সবুজ। কিন্তু ৩৮ মিনিটে গোলকিপার আলিফ রহমানের ভুলে আবারও এগিয়ে যায় ভারত। আজলান শাহের শটে ২–১ করে প্রথমার্ধ শেষ করে নীল জার্সিধারীরা।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশের খেলোয়াড়রা দারুণ লড়াই করেন। নাজমুল ও সাব্বির একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা মিলছিল না। অবশেষে যোগ করা সময়ের শেষ মিনিটে সাব্বিরের লম্বা থ্রো থেকে ইহসান হাবিবের জোরালো শটে নাটকীয়ভাবে সমতায় ফেরে বাংলাদেশ। মুহূর্তেই আশার আলো জ্বলে ওঠে গ্যালারিতে।
কিন্তু ভাগ্যের নির্মমতায় টাইব্রেকারে ছেলেরা আর ফিরতে পারেনি। প্রথম দুই শট মিস করেই ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ। ইকরামুলের শট ক্রসবারে লাগে, আজম খানের প্রচেষ্টা প্রতিহত করেন ভারতের গোলকিপার। পরের তিন শটে আর ঘুরে দাঁড়ানোর পথ ছিল না বাংলাদেশ দলের জন্য।
আবা/এসআর/২৫