বিসিবি নির্বাচন: মনোনয়ন জমা দিলেন বুলবুল-ফাহিম
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৯ | অনলাইন সংস্করণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে বিসিবি কার্যালয়ে মনোনয়নপত্র জমার কাজ শুরু হয়, যা চলবে বিকেল পর্যন্ত। নির্বাচনী তফসিল অনুযায়ী, আগের দিন শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহের সময় নির্ধারিত ছিল।
নির্বাচনে পরিচালক পদে অংশ নিতে মনোনয়ন জমা দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম। জানা গেছে, ফাহিম নিজেই দুজনের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর আগে নির্বাচন কমিশন জানায়, বিসিবির পরিচালনা পর্ষদের এ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। এরই মধ্যে নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়ন গ্রহণ ও যাচাই-বাছাইয়ের কাজ চলছে।
