১৪৬ রানে আটকে গেলো পাকিস্তান

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩৭ | অনলাইন সংস্করণ

  স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপের শিরোপা জয়ের লড়াইয়ে আজ ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই ওপেনারের ব্যাটে উড়ন্ত সূচনা হলেও শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ১৪৬ রানেই অল আউট হয় সালমান আঘার দল। 

আগে ব্যাট করতে নেমে ঝড়ো সূচনা পেয়েছিল পাকিস্তান। ভারতীয় বোলারদের বিপক্ষে ভয়ডরহীন ক্রিকেট খেলছিলেন ফারহান ও ফখর। দুজন মিলে পাওয়ার প্লে তেই স্কোরবোর্ডে যোগ করেন ৪৫ রান। এ দুজনের উদ্বোধনী জুটি থেকে আসে ৯.৪ ওভারে ৮৪ রান। দলকে উড়ন্ত সূচনা এনে দেওয়ার পথে ৩৫ বলে ফিফটি করেন ফারহান। 

ফারহান ফিরলে ভাঙে ৮৪ রানের উদ্বোধনী জুটি। এরপর সায়িম আইয়ুবকে সঙ্গে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন ফখর। তবে ১১ বলে ১৪ রানের বেশি করতে পারেননি তিনি।

এরপরই যেন ধস নামে পাকিস্তানের ইনিংসে। মোহাম্মদ হারিস-সালমান আলি আগারা দাঁড়াতেই পারেননি। বাকিদের আসা যাওয়ার মাঝেও ফখর জামান এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করেছেন। তবে ৩৫ বলে ৪৬ রানের বেশি করতে পারেননি তিনি।

ফখর ফিরলে আর বেশিক্ষণ টিকেনি পাকিস্তানের ইনিংস। শেষ ২০ রান যোগ করতে তারা হারিয়েছে ৭ উইকেট। প্রথম তিন ব্যাটার ছাড়া আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।

 

আবা/এসআর/২৫