পাকিস্তানকে হারিয়ে এবারও শিরোপা ঘরে তুললো ভারত

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৫ | অনলাইন সংস্করণ

  স্পোর্টস ডেস্ক

শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ১০ রান। তিলক ভার্মার ব্যাটে ভর করে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটের এক রোমাঞ্চকর জয় পেয়েছে ভারত। এ নিয়ে নবমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতল মেন ইন ব্লুরা।

জয়ের জন্য ১৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ভারতীয় ব্যাটারদের শুরুতে বেশ চেপে ধরেছিল পাকিস্তানি বোলাররা। ২০ রানেই সেরা তিন ব্যাটার- অভিষেক শর্মা, শুভমান গিল ও সূর্যকুমার যাদবকে ফিরিয়ে দেন ফাহিম আশরাফ এবং শাহিন আফ্রিদি।

এ পরিস্থিতিতে ধুঁকতে থাকা ভারতকে টেনে তোলার দায়িত্ব নেন তিলক বার্মা এবং সাঞ্চু স্যামসন। এ দু‘জনের ৫৭ রানের জুটিতেই গড়ে ওঠে ভারতের জয়ের স্বপ্ন। একটি ছক্কা হাঁকাতে গিয়ে সাঞ্জু স্যামসন সাহিবজাদা ফারহানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ২১ বলে ২৪ রান করেন তিনি।

এরপর জুটি বাধেন তিলক বার্মা ও শিবাম দুবে। এ দু‘জনের ব্যাটে গড়ে ওঠে ৬০ রানের অনবদ্য এক জুটি। তাতেই নিশ্চিত হয়ে যায় ভারতের জয়। শেষ মুহূর্তে শিবাম দুবে ২২ বলে ৩৩ রান করে আউট হয়ে গেলে বাকি কাজ সারেন তিলক বার্মা এবং রিঙ্কু সিং।

দায়িত্বশীল ব্যাটিংয়ের প্রদর্শনী ছিল তিলকের ব্যাটে। টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের চতুর্থ ফিফটির দেখা পাওয়া তিলক ভার্মাই মূলত পাকিস্তানকে চাপে ফেলে দেন। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৫৩ বলে ৬৯ রান নিয়ে। আরেক অপরাজিত ব্যাটার রিংকু সিং বাউন্ডারি মেরে ম্যাচ শেষ করেন।

আর এতেই দুই বল বাকি থাকতে ভারতের তরী ভেড়ে জয়ের তীরে। ৫ উইকেটে ম্যাচ জিতে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখলো ভারত।

আবা/এসআর/২৫