মনোনয়ন বাতিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন বুলবুল-ফাহিম
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৮ | অনলাইন সংস্করণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদের নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩টি প্রার্থীতা বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর ফলে ঢাকার সাবেক দুই তারকা ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়।
এ পর্যন্ত ৫১টি মনোনয়ন জমা পড়লেও যাচাই শেষে সোমবার ৩টি বাতিল ঘোষণা করা হয়। ফলে বৈধ মনোনয়নের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮।
ঢাকা বিভাগ থেকে প্রার্থী হওয়া আব্দুল্লাহ ফুয়াদ রেদোয়ানের মনোনয়ন বাতিল হওয়ায় বাকি দুই প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিমের জয়ের পথ প্রশস্ত হয়েছে। তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষিত হতে চলেছেন।
অন্যদিকে চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এবং রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার আরও দুটি মনোনয়নও বাতিল করা হয়েছে।
তফসিল অনুযায়ী মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আপত্তি গ্রহণের দিন ধার্য রয়েছে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা চাইলে পুনরায় আবেদন করতে পারবেন। তাদের আপিলের ভিত্তিতে শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন।
এর আগে ক্যাটাগরি–১ (জেলা ও বিভাগ) থেকে মনোনয়ন নেন ২৫ জন। এর মধ্যে ঢাকা থেকে ৩ জন, চট্টগ্রাম ৫ জন, খুলনা ৩ জন, রাজশাহী ৪ জন, সিলেট ৩ জন, রংপুর ৬ জন ও বরিশাল থেকে ১ জন প্রার্থী হন। ক্যাটাগরি–২ (ঢাকার ক্লাব) থেকে মনোনয়ন নেন ২৩ জন এবং ক্যাটাগরি–৩ থেকে নেন ৩ জন প্রার্থী।
