ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক নির্বাচিত আসিফ আকবর

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক নির্বাচিত আসিফ আকবর

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। আগামী ৬ অক্টোবর বিসিবির নির্বাচন হওয়ার কথা থাকলেও তার আগেই শেষ হয়ে গেল চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার প্রতিদ্বন্দ্বিতা।

আজ বুধবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। দুপুর ১২টার মধ্যে সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। এর ফলে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে কেবল একজন প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আসিফ আকবর।

একইভাবে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন আহসান ইকবাল চৌধুরী। প্রার্থিতা প্রত্যাহারের মধ্যে সবচেয়ে বড় চমক ছিলেন তামিম ইকবাল। বিসিবি নির্বাচনে সরাসরি অংশ নেওয়ার প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করেন তিনি।

শুধু তামিমই নন, বিএনপিপন্থী হিসেবে পরিচিত বেশ কয়েকজন প্রভাবশালী সংগঠকও সরে দাঁড়িয়েছেন। এ তালিকায় আছেন রফিকুল ইসলাম বাবু, সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু ও সৈয়দ বুরহানুল ইসলামসহ বেশ কিছু হেভিওয়েট প্রার্থী।

প্রার্থিতা প্রত্যাহারের ফলে এখন নির্বাচনের চিত্র অনেকটাই বদলে গেছে। ক্যাটাগরি-১ থেকে মীর হেলাল ও তৌহিদ তারেক সরে দাঁড়িয়েছেন।

ক্যাটাগরি-২ থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন তামিম ইকবাল, রফিকুল ইসলাম বাবু, মাসুদুজ্জামান, সাঈদ ইব্রাহিম আহমেদ, সৈয়দ বুরহান হোসেন পাপ্পু, ইসরাফিল খশরু, সাব্বির আহমেদ রুবেল, অসিফ রাব্বানী, ইয়াসির আব্বাস, ফাহিম সিনহা, সাইফুল ইসলাম সপু ও ওমর শরীফ মোহাম্মদ ইমরান।

আর ক্যাটাগরি-৩ থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন সিরাজউদ্দিন আলমগীর।

নির্বাচন থেকে এত প্রার্থীর সরে দাঁড়ানোয় পরিচালনা পর্ষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সংখ্যা বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, এতে বোর্ডের নির্বাচন অনেকটাই আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ হয়ে পড়েছে।

আসিফ আকবর,বিসিবি পরিচালক নির্বাচিত,বিনা প্রতিদ্বন্দ্বিতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত