এশিয়া কাপে বাজে ব্যাটিং, তবু র্যাংকিংয়ে শীর্ষে সাইম
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১৬:৪৯ | অনলাইন সংস্করণ

আইসিসির সাপ্তাহিক টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাংকিংয়ে বড় চমক দেখা দিয়েছে। ভারতের হার্দিক পান্ডিয়াকে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন পাকিস্তানের তরুণ ক্রিকেটার সাইম আইয়ুব।
নতুন র্যাংকিং তালিকায় চার ধাপ এগিয়ে ২৪১ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে অবস্থান করছেন সাইম। অন্যদিকে ২৩৩ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ নেমে দ্বিতীয় স্থানে চলে গেছেন হার্দিক পান্ডিয়া।
এশিয়া কাপ ২০২৫-এ ব্যাট হাতে একেবারেই ব্যর্থ ছিলেন সাইম আইয়ুব। সাত ইনিংসে মাত্র ৩৭ রান করেন, এর মধ্যে চারবার শূন্য রানে আউট হন তিনি। তবে বল হাতে ছিলেন কার্যকর। সাত ম্যাচে নিয়েছেন ৮ উইকেট, গড়ে ১৬ এবং ইকোনমি ছিল মাত্র ৬.৪০।
অন্যদিকে, ভারতের ব্যাটিং লাইনআপে হার্দিকের প্রয়োজন পড়েনি খুব বেশি। বল হাতে ছয় ম্যাচে নিয়েছেন মাত্র চার উইকেট। চোটের কারণে খেলতে পারেননি ফাইনাল ম্যাচও। এই পারফরম্যান্সই তাকে শীর্ষস্থান থেকে নামিয়ে দিয়েছে।
