ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিলো আফগানিস্তান

বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিলো আফগানিস্তান

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান।

বৃহস্পতিবার (২ অক্টোবর) টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে চাপের মুখে পড়লেও শেষদিকে মোহাম্মদ নবির ঝোড়ো ইনিংসে ভর করে দেড়শ পেরোয় তারা।

পাওয়ার প্লের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানরা। নাসুম আহমেদের বলে ভাঙে উদ্বোধনী জুটি, এরপর দ্রুতই ফিরেন ইশাক, জাদরান ও ডারউইশ। দলীয় ৪০ রানের মধ্যেই ৪ উইকেট হারায় সফরকারীরা।

একপ্রান্তে দাঁড়িয়ে লড়াই করেন রহমানউল্লাহ গুরবাজ। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪০ রান। গুরবাজের ফেরার পর শেষদিকে ঝড় তোলেন মোহাম্মদ নবি। তাসকিন আহমেদের এক ওভারে টানা তিন ছক্কায় রান বাড়ান তিনি। ২৫ বলে ৩৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে রিশাদের ক্যাচে ফেরেন। এছাড়া শরাফুদ্দিন আশরাফের ব্যাটে আসে ১১ বলে ১৬ রান।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে আফগানিস্তান।

আবা/এসআর/২৫

বাংলাদেশ,লক্ষ্য,আফগানিস্তান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত