ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সহজ ম্যাচ কঠিন করে জিতলো বাংলাদেশ

সহজ ম্যাচ কঠিন করে জিতলো বাংলাদেশ

প্রথম ১১ ওভারে ওভারেই ম্যাচটা একরকম নির্ধারিতই হয়ে গিয়েছিল। স্কোরবোর্ডে ১০৯ রান, তাও আবার কোনও উইকেট না হারিয়ে। ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এমন সূচনায় বড় জয়ের আশা করতেই পারত বাংলাদেশ। কিন্তু হঠাৎ করেই সব হিসাব পাল্টে যায়—৯ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে যায় টাইগাররা। তবু শেষ পর্যন্ত নাটক জমতে দেয়নি জাকের আলীর দল। শুরুতে সহজ মনে হলেও খানিকটা রোমাঞ্চের রঙ মেখেই জয় তুলে নিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।

বৃহস্পতিবার শারজায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৪ উইকেট আর ৮ বল হাতে রেখে হারিয়েছে বাংলাদেশ। এতে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা।

এদিন রান তাড়ায় উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম আর পারভেজ হোসেন ইমন পাওয়ার প্লের ৬ ওভারে তোলেন ৫০ রান। বিনা উইকেটে ১১ ওভারের মধ্যেই ১০০ পার করে বাংলাদেশ।

৩৫ বলে ফিফটি করেন ইমন। এক বল কমে হাফসেঞ্চুরি হাঁকান তামিম। তাদের ১০৯ রানের ওপেনিং জুটি ভাঙে ১২তম ওভারে ইমনের এলবিডব্লিউয়ে। ৩৭ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৫৪ রান করে ফেরেন ইমন।

তবে পরের দুই ওভারে রশিদ খানের ঝলকে ম্যাচে ফেরে আফগানিস্তান। এই লেগি ওভারে দুইটি করে শিকার করেন ৪ উইকেট। বিনা উইকেটে ১০৯ থেকে ৬ উইকেটে ১১৮ রানে পরিণত হয় বাংলাদেশ। অর্থাৎ ৯ রানে হারায় ৬ উইকেট।

এশিয়া কাপ মাতানো সাইফ হাসান রানের খাতা খোলার আগেই এলবিডব্লিউ। তিন বল পর উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তামিম। ৩৭ বলে ৩টি করে চার-ছক্কায় ৫১ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ওপেনার।

নিজের পরের ওভারে আরও ২ উইকেট শিকার করেন রশিদ। জাকের আলী ৬ আর শামীম পাটোয়ারী ০ রানে হন এলবিডব্লিউ। তার পরের ওভারে নুর আহমেদের বলে এলবিডব্লিউ তানজিম হাসান সাকিব (০)। তার অবশ্য ব্যাটে বল লেগেছিল। আম্পায়ার আঙুল তুলে দেন। রিভিউ ছিল না বাংলাদেশের।

১১৮ রানে ৬ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে বাংলাদেশ। সেখান থেকে রিশাদ হোসেন আর নুরুল হাসান সোহান ম্যাচ বের করে নিয়ে আসেন। রিশাদ ৯ বলে ১৪ আর সোহান ১৩ বলে ১ চার ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ২৩ রানে।

আফগানিস্তানের পক্ষে রশিদ খান মাত্র ১৮ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট।

এর আগে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে আফগানরা।

শারজায় টস জিতে ব্যাটিং বেছে নেয় আফগানিস্তান। তবে খুব একটা সুবিধা করতে পারেনি। পাওয়ার প্লের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানরা। নাসুম আহমেদের বলে ভাঙে উদ্বোধনী জুটি, এরপর দ্রুতই ফিরেন ইশাক, জাদরান ও ডারউইশ। দলীয় ৪০ রানের মধ্যেই ৪ উইকেট হারায় সফরকারীরা।

একপ্রান্তে দাঁড়িয়ে লড়াই করেন রহমানউল্লাহ গুরবাজ। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪০ রান। গুরবাজের ফেরার পর শেষদিকে ঝড় তোলেন মোহাম্মদ নবি। তাসকিন আহমেদের এক ওভারে টানা তিন ছক্কায় রান বাড়ান তিনি। ২৫ বলে ৩৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে রিশাদের ক্যাচে ফেরেন। এছাড়া শরাফুদ্দিন আশরাফের ব্যাটে আসে ১১ বলে ১৬ রান।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে আফগানিস্তান।

সহজ ম্যাচ,কঠিন,বাংলাদেশ,আফগানিস্তান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত