আফগানদের হোয়াইটওয়াশের মিশনে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১৮:২৩ | অনলাইন সংস্করণ

এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ (রোববার) তৃতীয় ও শেষ ম্যাচে আফগানদের হোয়াইটওয়াশ করার সুযোগ পেয়েছে জাকের আলি অনিকের দল। শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।
প্রথম দুই ম্যাচে টানটান উত্তেজনার পর টানা জয়ে উজ্জীবিত বাংলাদেশ দল শেষ ম্যাচেও জয়ের ধারা ধরে রাখতে চাইবে। তবে মিডল অর্ডার নিয়ে টিম ম্যানেজমেন্ট এখনো পুরোপুরি নিশ্চিন্ত নয়। তাই এই ম্যাচে দলে দেখা যেতে পারে তাওহীদ হৃদয়কে।
তিনি ফিরলে বাদ পড়তে পারেন শামীম পাটোয়ারী, যদিও দ্বিতীয় ম্যাচে তিনি ২২ বলে ৩৩ রানের কার্যকর ইনিংস খেলেছিলেন।
তবে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। সিরিজ ইতোমধ্যে নিশ্চিত হয়ে যাওয়ায় পেসার তাসকিন আহমেদকে বিশ্রাম দিতে পারে টিম ম্যানেজমেন্ট। একইভাবে মুস্তাফিজুর রহমানকেও বিশ্রাম দেওয়ার চিন্তা থাকতে পারে। সেক্ষেত্রে একাদশে ফিরতে পারেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব।
টি-টোয়েন্টি সিরিজ শেষে আগামী ৮ অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তাই শেষ ম্যাচে খেলোয়াড়দের ফিটনেস ও রোটেশনও মাথায় রাখছে বাংলাদেশ দল।
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ—
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম।
আফগানিস্তান: রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, ইবরাহিম জাদরান, ডারউইশ রাসুলি, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), নূর আহমেদ, মুজিব-উর-রহমান, ফরিদ আহমেদ মালিক ও আব্দুল্লাহ আহমেদজাই।
