ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে
প্রতীকী ছবি

বিভিন্ন নাটকীয়তা, বয়কট ও প্রার্থী প্রত্যাহারের পর অবশেষে শুরু হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন।

আজ সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ভোটগ্রহণ শুরু হয়। এদিন সকাল থেকেই ভোটকেন্দ্রে প্রার্থীদের উপস্থিতি ছিল। তবে ভোটগ্রহণ শুরুর আগের রাতেও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন একজন প্রার্থী।

ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে প্রার্থী ফায়াজুর রহমান ভুঁইয়া রোববার রাতেই প্রার্থিতা প্রত্যাহার করেন। আর নতুনভাবে প্রতিদ্বন্দ্বিতায় যুক্ত হয়েছেন ইফতেখার রহমান মিঠু। এ ক্যাটাগরিতে এখন ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের মধ্যে নির্বাচিত হবেন ১২ জন। অন্যদিকে, বিভাগীয় ক্যাটাগরি (ক্যাটাগরি-১) থেকে ৮ জন প্রার্থী ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

২০২৫ সালের, অর্থাৎ এবারের বিসিবি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৫৬ জন। এর মধ্যে সরাসরি ভোটার রয়েছেন ৯৮ জন এবং ই-ব্যালটের মাধ্যমে ভোট দেবেন ৫৮ জন। তিনটি ক্যাটাগরিতে ভোট বিভাজন করা হয়েছে।

ক্যাটাগরি-১, অর্থাৎ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার আওতায় রয়েছে ৩৫টি ভোট, যার মধ্যে ১৯টি ই-ব্যালট। ক্যাটাগরি-২, অর্থাৎ ক্লাব ক্যাটাগরিতে রয়েছে সর্বোচ্চ ৭৬টি ভোট, এর মধ্যে ই-ব্যালট ৩৪টি। ক্যাটাগরি-৩, যেখানে বিভিন্ন বিশেষ সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষাবোর্ড ও সার্ভিসেস দল অন্তর্ভুক্ত, সেখানে মোট ভোট ৪৫টি; এর মধ্যে ই-ব্যালট ৫টি।

বিসিবি,নির্বাচন,ভোটগ্রহণ,বাংলাদেশ ক্রিকেট বোর্ড,প্রার্থী,ভোটার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত