বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত বুলবুল

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ২০:৪৭ | অনলাইন সংস্করণ

অনুমিতভাবেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তার বিপক্ষে কেউ প্রতিদ্বন্দ্বিতা না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিভিন্ন ক্যাটাগরি থেকে ২৫ জন পরিচালক নির্বাচিত হওয়ার পর তাদের সর্বসম্মতিতে বুলবুলকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

এর আগেই সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও তার প্যানেলের ১৫ জন প্রার্থী ১ অক্টোবর নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই বুলবুলের সভাপতি হওয়া প্রায় নিশ্চিত হয়ে যায়। তামিম ও তার সহযোগীরা নির্বাচন প্রক্রিয়ায় সরকারি হস্তক্ষেপ ও অনিয়মের অভিযোগ এনে সরে দাঁড়ান।

বিসিবির নির্বাচনকে ঘিরে বিতর্ক ছিল শুরু থেকেই। জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে যেসব কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, তাদের মনোনয়নে ক্রীড়া মন্ত্রণালয়ের প্রভাব নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। ক্লাব ক্যাটাগরিতেও বেশ কয়েকটি বড় ক্লাব প্রার্থীতা প্রত্যাহার করায় বুলবুল ঘনিষ্ঠদের প্রভাব আরও সুদৃঢ় হয়।

প্রার্থিতা প্রত্যাহারের পর ১২টি পদের বিপরীতে ১৭ জন প্রার্থী মাঠে ছিলেন। তবে নির্বাচনের আগের দিন আরও তিনজন সরে দাঁড়ালে প্রতিদ্বন্দ্বিতা অনেকাংশে একপেশে হয়ে যায়। ফলে নির্বাচনের আগেই পরিচালনা পর্ষদের নতুন কাঠামো এবং সভাপতির নাম পরিষ্কার হয়ে যায়।

জাতীয় দলের প্রথম টেস্ট অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বর্তমানে আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে যুক্ত আছেন। দীর্ঘদিন প্রবাসে থাকলেও বাংলাদেশের ক্রিকেট প্রশাসনে তার সম্পৃক্ততা ছিল নেপথ্যে। এবার তিনি আনুষ্ঠানিকভাবে বিসিবির নেতৃত্বে এলেন।