হৃদয়-মিরাজের জুটিতে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ২০:১৫ | অনলাইন সংস্করণ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। এদিন শুরুতে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিনে বাংলাদেশ দলের হাল ধরেছেন মেহেদি হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়। দুজনে চতুর্থ উইকেট জুটিতে ইতিমধ্যেই অবিচ্ছিন্ন অবস্থায় রান যোগ করছেন এবং তাদের ব্যাটে ভর করেই দল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।

৩২ ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৩৯ রান।

এদিন নতুন সঙ্গী সাইফ হাসানের সঙ্গে ইনিংস ওপেন করতে নেমেও সুবিধা করতে পারেননি তানজিদ তামিম। ইনিংসের চতুর্থ ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের অফ স্টাম্পের বাইরের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান তামিম। ১০ বল খেলে তার সংগ্রহ ১০ রান।

টপ অর্ডারের আরেক ব্যাটার নাজমুল হোসেন শান্তও দীর্ঘক্ষণ টিকতে পারেননি। ষষ্ঠ ওভারের প্রথম বলে আজমতউল্লাহর ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে মিড-অফে ক্যাচ দেন। সাজঘরে ফেরার আগে শান্ত ৫ বল খেলে ২ রান করেন।

দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও সাইফ হাসান। অভিষেকেই দারুণ শুরু করেছিলেন সাইফ, তবে পাওয়ার প্লে শেষে বড় শট খেলতে গিয়ে সীমানার কাছে ক্যাচ দিয়ে ফেরেন। সাজঘরে ফেরার আগে ৩৭ বল খেলে ২৬ রান করেছেন এই ওপেনার।