সিরিজ বাঁচানোর ম্যাচে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ২১:৩০ | অনলাইন সংস্করণ

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানদের কাছে ৫ উইকেটে হারে টাইগাররা। ফলে সিরিজ বাঁচাতে আজ দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই লাল-সবুজের প্রতিনিধিদের সামনে। এমন ম্যাচে আবুধাবিতে টসে হেরে বোলিংয়ে পায় মেহেদী হাসান মিরাজের দল। আগে ফিল্ডিং করতে নেমে টাইগারদের দারুণ বোলিংয়ে ১৯০ রানে গুটিয়ে যায় আফগানরা।
দিনের শুরুতে মারমুখী মেজাজে ছিলেন রহমানউল্লাহ গুরবাজ। তবে তাকে থামিয়ে দেন পেসার তানজিম হাসান সাকিব। ইনিংসের ৫ম ওভারে তুলে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি, ১১ বলে ১১ রান করেন গুরবাজ।
এরপর আক্রমণে আসেন স্পিনার তানভীর ইসলাম। নিজের প্রথম ওভারেই ফেরান সেদিকউল্লাহ আতালকে। তিনি করেন ৮ রান। এরপর ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন রহমত শাহ। রান নিতে গিয়ে ব্যথা পান তিনি, মাঠে চিকিৎসা নিয়েও ফিরতে পারেননি।
এরপর দ্রুত উইকেট হারায় আফগানরা। অধিনায়ক হাশমতউল্লাহ শহীদিকে বোল্ড করেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে রিশাদ হোসেন ফেরান আজমতউল্লাহ ওমরজাইকে, যিনি রানের খাতা না খুলেই আউট হন।
