শেষ ওভারে প্রোটিয়াদের আটকাতে পারলো না বাংলাদেশ

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ২৩:২৬ | অনলাইন সংস্করণ

  স্পোর্টস ডেস্ক

নারী ওয়ানডে বিশ্বকাপে টানা তিন ম্যাচেই হারের মুখ দেখলো বাংলাদেশ। আজও শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ছিল ৮ রান। তখন বলে আসেন নাহিদা আক্তার। এই বাঁহাতি স্পিনারের প্রথম বলেই চার মেরে সমীকরণ সহজ করেন ডে ক্লার্ক। পরের বল ডট খেললেও তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে প্রোটিয়াদের রুদ্ধশ্বাস জয় এনে দেন ক্লার্ক। 

বিশাখাপত্তমে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩২ রান করে বাংলাদেশ। দলের হয়ে অপরাজিত ফিফটি করেন স্বর্ণা। জবাবে খেলতে নেমে ৪৯ ওভার ৩ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।

লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। গোল্ডেন ডাক মেরে ফেরেন ওপেনার তাজিম ব্রিটস। এরপর অধিনায়ক লরা উলভার্টের সঙ্গে জুটি বাঁধেন অ্যানেকে বোশ। রান আউটে কাটা পড়ে লরা সাজঘরে ফিরলে ভাঙে তাদের ৫৫ রানের জুটি। 

এরপর বেশিক্ষণ টিকতে পারেননি অ্যানেকে বোশ। ৩৫ বলে ২৮ রান করা এই ব্যাটারকে সোবহানা মোস্তারির ক্যাচ বানান রিতু মনি। অ্যানেরি ডার্কসেন আউট হন ১১ বলে ২ রান করে। উইকেটরক্ষক ব্যাটার সিনালো জাফতা ফেরেন ফাহিমা খাতুনের বলে বোল্ড হয়ে। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৩ বলে ৪ রান। আর তাতেই ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে বসে প্রোটিয়ারা।

তবে ষষ্ঠ উইকেট জুটিতে মারিয়ানা কাপ ও চার্লি ট্রায়ন মিলে ৮৫ রানের জুটি গড়েন। ৫৬ রান করে কাপ আউট হলে ভাঙে সেই জুটি। আর ট্রায়ন করেছেন ৬২ রান।

শেষদিকে দারুণ ব্যাটিং করেছেন ডে ক্লার্ক। ২৯ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

 

আবা/এসআর/২৫