আশা জাগিয়েও হংকংয়ে ড্র করল বাংলাদেশ
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ২০:১৬ | অনলাইন সংস্করণ

এক গোল হজম করে বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর জন্য দারুণ লড়াই করেছে তারা।
বেশ কয়েকবার সুযোগ নষ্ট না করলে হয়তো জয়টাও পাওয়া যেতো। শেষদিকে ১০ জনের দলে পরিণত হওয়া হংকংকে বেশ বাগেও পেয়ে গিয়েছিলেন হামজা-জামালরা। সেই সুযোগ কাজে লাগিয়ে সমতা ফিরিয়েছিলেন রাকিব হোসেন। কিন্তু শেষ পর্যন্ত ১-১ ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো হাভিয়ের কাবরেরার শিষ্যদের।
