নারী বিশ্বকাপ
অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১৫:৪৫ | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক

নারী ওয়ানডে বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ জয়ের বিকল্প নেই লাল-সবুজ জার্সিধারীদের। এমন ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ভিশাখাপত্নমে ম্যাচটি শুরু হবে।
জয় দিয়ে আসর শুরু করলেও এরপর টানা তিন ম্যাচে হেরে বর্তমানে ব্যাকফুটে বাংলাদেশ। ৪ ম্যাচে ১ জয় নিয়ে পয়েন্ট তালিকায় ৬ নম্বরে আছে টাইগ্রেসরা। সমান ম্যাচে ৩ জয়ে দুই নম্বরে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া একাদশ:
এলিসা হিলি (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফোবি লিচফিল্ড, এলিস পেরি, বেথ মুনি, অ্যানাবেল সাদারল্যান্ড, অ্যাশলি গার্ডনার, তালিয়া ম্যাকগ্রা, জর্জিয়া ওয়্যারহ্যাম, এলানা কিং, মেগান শাট, ডার্সি ব্রাউন।
বাংলাদেশ একাদশ:
রুবিয়া হায়দার, ফারজানা হক, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), শোবহানা মোস্তারি, বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, রিতু মনি, নিশিতা আক্তার নিশি, ফারিহা তৃষ্ণা।
