জাকেরকে ঘিরে বর্ণবাদী মন্তব্যে ক্ষুব্ধ কোচ ফিল সিমন্স
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১৬:১৬ | অনলাইন সংস্করণ

সাম্প্রতিক কয়েকটি সিরিজে ফর্মে নেই বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিক। ধারাবাহিকভাবে ব্যর্থতার কারণে তিনি সমালোচনার মুখে পড়েছেন ক্রিকেটপ্রেমীদের। তবে সমালোচনার সঙ্গে মিশেছে বর্ণবাদী মন্তব্যও— যা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগের দিন, শুক্রবার (১৭ অক্টোবর) সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিমন্স বলেন, “আমি খুশি যে আপনি প্রসঙ্গটি তুলেছেন। প্রথমত বলতে চাই, সামাজিক মাধ্যমে কী হচ্ছে, এসব নিয়ে ক্রিকেটারদের কিছু করার কিছুই নেই। আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে তারা এসবের জবাব দেবে না— এটাই সঠিক সিদ্ধান্ত।”
তিনি আরও বলেন, “তবে একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই— কোনো ক্রিকেটারের প্রতি বর্ণবাদমূলক মন্তব্য বা বিদ্বেষপূর্ণ সুর কখনোই গ্রহণযোগ্য নয়। আপনি যেখান থেকেই আসেন না কেন, আমি পরোয়া করি না। কিন্তু জাকের আলির প্রতি যা হয়েছে, সেসব মোটেও ভালো কিছু নয়। আমি এতে ক্ষুব্ধ।”
জাকের আলিকে নিয়ে সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে ও গ্যালারিতে বর্ণবাদী মন্তব্য ছোড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বিষয়টি নিয়ে বাংলাদেশ কোচ বলেন, “ক্রিকেটারদের প্রতি কোনো ধরনের বর্ণবিদ্বেষী আচরণ সহ্য করা উচিত নয়। আমরা খেলাধুলা করি ঐক্য ও সম্মানের জন্য, ঘৃণার জন্য নয়।”
তিনি আরও যোগ করেন, “আমি চাই না আমার খেলোয়াড়রা সামাজিক মাধ্যমে এসবের প্রতিক্রিয়া দিক। তারা মাঠে ব্যাট ও বল দিয়েই জবাব দেবে— সেটাই হওয়া উচিত।”
বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটারকে নিয়ে ফ্যানদের প্রত্যাশা যেমন বেশি, সমালোচনাও তেমনি তীব্র। তবে কোচ সিমন্সের এমন অবস্থান দলীয় ঐক্য ও খেলোয়াড়দের মানসিক নিরাপত্তার দিক থেকে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
