অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ

আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন মরক্কো

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১০:২৬ | অনলাইন সংস্করণ

  স্পোর্টস ডেস্ক

চিলির সান্তিয়াগোতে রোববার রচিত হলো আফ্রিকান ফুটবলের এক নতুন অধ্যায়। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে শক্তিশালী আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে মরক্কো প্রথমবারের মতো জিতে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট।

মরক্কোর জয়ের নায়ক ইয়াসির জাবিরি। ম্যাচের ১২ ও ২৯ মিনিটে দুই অমূল্য গোল করে দলের জয় নিশ্চিত করেন এই তরুণ ফরোয়ার্ড। তাঁর সঠিক পজিশনিং ও তীক্ষ্ণ ফিনিশিং আর্জেন্টাইন রক্ষণভাগকে করে তোলে অসহায়।

বল দখলে পুরো ম্যাচে এগিয়ে ছিল আর্জেন্টিনা, তবে মরক্কোর শক্ত রক্ষণদেয়ালের সামনে তারা বারবার ব্যর্থ হয়। জিয়ানলুকা প্রেস্টিয়ানি ও মাহের কারিজো কিছু সুযোগ তৈরি করলেও শেষ মুহূর্তে লক্ষ্যভেদে ছিলেন অনিয়মিত। ফলে টুর্নামেন্টে প্রথমবার পিছিয়ে পড়ে আর্জেন্টিনা, আর সেটিই তাদের পতনের সূচনা ঘটায়।

অন্যদিকে মরক্কো খেলেছে ঠান্ডা মাথায়, নিখুঁত পরিকল্পনায়। গোলরক্ষক ইব্রাহিম গোমিস রুখে দিয়েছেন বেশ কয়েকটি নিশ্চিত গোল, আর ওথমান মাাম্মা ও জাবিরি একত্রে প্রতিটি পাল্টা আক্রমণে হুমকি তৈরি করেছেন।

এই জয়ে মরক্কো শুধু একটি শিরোপা জেতেনি, বরং নিজেদের ফুটবলের নতুন দিগন্ত উন্মোচন করেছে। আফ্রিকার এই দলটি প্রমাণ করেছে, পরিশ্রম ও কৌশলের সমন্বয়ে তারা এখন বিশ্ব ফুটবলের বড় মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্তি অর্জন করেছে।