টানা দ্বিতীয় হারে সিরিজ খোয়ালো বাংলাদেশ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ২২:১৮ | অনলাইন সংস্করণ

  স্পোর্টস ডেস্ক

চার চারটা ক্যাচ মিস করেছে ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডাররা। কিন্তু সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। আরও একবার ব্যর্থতার পরিচয় দিলেন তারা। বোলাররা দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৯ রানে বেঁধে দিলেও চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৪ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ।

চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন হোপ। জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান করে বাংলাদেশ।

১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি ইনফর্ম ওপেনার সাইফ হাসান। ১১ বলে ৫ রান করে হোল্ডারের বলে কিংসের হাতে ধরা পড়েন তিনি। তাতে ১৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

তিনে নেমে দারুণ শুরু করেছিলেন লিটন দাস। উইকেটে এসেই রানের গতি বাড়ানোয় মনযোগ দেন। ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। অধিনায়কের ব্যাট থেকে এসেছে ১৭ বলে ২৩ রান।

৪৮ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন তানজিদ হাসান তামিম। হৃদয় উইকেটে থিতু হওয়ার পর গিয়ার পরিবর্তনের চেষ্টা করেন। তবে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন। সাজঘরে ফেরার আগে তিনি ১৪ বলে করেছেন ১২ রান।

তানজিদ হাসান তামিম একটা প্রান্ত ধরে ছিলেন। ৩৮ বলে ফিফটি তুলে নেন। অবশেষে তিনি ১৮তম ওভারে ক্যাচ দিয়ে ফেরেন। ৪৮ বলে ৩টি করে চার-ছক্কায় ৬১ রান আসে তামিমের ব্যাট থেকে।

এরপর শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিবরা আর পারেননি। ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রানে থামে বাংলাদেশের ইনিংস।

 

আবা/এসআর/২৫