প্রথমবারের মতো নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৬:০৪ | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক

নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এর ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতলো ভারত।
২০০৫ সালে অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল হেরেছিল ভারত। আর ২০১৭ সালে ভারতের স্বপ্নভঙ্গ করে ইংল্যান্ড। তবে এবার আর ভুল করেনি, প্রথমবারের মতো ওয়ানডেতে বিশ্বচ্যাম্পিয়নের তকমা পেয়ে গেলো ভারতীয় নারী ক্রিকেট দল।
রোববার (২ নভেম্বর) নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের শিরোপা নির্ধারণী ফাইনালে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২৯৮ রানের সংগ্রহ পায় ভারত। লক্ষ্য তাড়ায় ৪৫.৩ ওভারে ২৪৬ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকার মেয়েরা।
ফাইনালে দক্ষিণ আফ্রিকা টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। ভারতের শুরু ছিল ভালো— ওপেনিং জুটি দ্রুত রান তোলেন, বিশেষ করে শফালি ভের্মা ও স্মৃতি মন্ধনা প্রথম উইকেটে শতাধিক রান যোগ করেন। এরপর ভারতের ইনিংস শেষ হয় ২৯৮/৭ রানে।
জবাবে দক্ষিণ আফ্রিকা লাগাতার চেষ্টা করলেও যথেষ্ট বড় সংগ্রহ করতে ব্যর্থ হয়। শেষপর্যায়ে ভারত জয় নিশ্চিত করে ৫২ রানের ব্যবধানে।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৫০ ওভারে ২৯৮/৭ (শেফালি ৮৭, দীপ্তি ৫৮, স্মৃতি ৪৫, রিচা ৩৪, জেমাইমা ২৪; খাকা ৩/৫৮, ট্রাইঅন ১/৪৬, এমলাবা ১/৪৭, ডি ক্লার্ক ১/৫২)।
দক্ষিণ আফ্রিকা: ৪৫.৩ ওভারে ২৪৬ (ভলভার্ট ১০১, ডার্কসেন ৩৫, লুস ২৫, ব্রিটস ২৩; দীপ্তি ৫/৩৯, শেফালি ২/৩৬)।ফল: ভারত ৫২ রানে জয়ী।
আবা/এসআর/২৫
