
দুই টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল।
এই প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ড দুটি টেস্ট ম্যাচ খেলবে। সর্বশেষ ২০২৩ সালে বাংলাদেশ সফরে আইরিশরা একটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল।
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটি একটি বিশেষ কারণে বাংলাদেশের জন্য স্মরণীয় হতে যাচ্ছে। এই সিরিজে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম টেস্ট ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।
আগামী ১১-১৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট ও ১৯-২৩ নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। এছাড়া ২৭ ও ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে টি-২০ সিরিজের তিনটি ম্যাচ।