অনলাইন সংস্করণ
১৮:১৬, ০৭ নভেম্বর, ২০২৫
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল জাহানারা আলমের করা অভিযোগগুলো গুরুত্বসহকারে খতিয়ে দেখতে বলেছেন এবং বলেছেন, এসব অভিযোগ সত্য হলে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি বলেন, শুধু একজন জাতীয় ক্রিকেটার বা সাবেক অধিনায়ক বলেই নয়, যে কোনো খেলোয়াড় বা নারী খেলোয়াড়ের প্রতি এমন আচরণ গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে, তবে তিনি মনে করেন বিষয়টি আরও স্বচ্ছভাবে দেখার জন্য জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারী পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত, যেখানে বিসিবির কেউ থাকবে না। এতে কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ থাকবে না।
তামিম বলেন, যত দ্রুত সম্ভব এই কমিটি গঠন করা উচিত এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি খতিয়ে দেখা উচিত। তদন্ত শেষে দোষী যেই হোক, তার জন্য উপযুক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি উল্লেখ করেন, কিছুদিন আগে জাতীয় দলের পরিবেশ নিয়েও জাহানারা অভিযোগ করেছিলেন, যা বিসিবি পরে উড়িয়ে দিয়েছে। একজন খেলোয়াড় যখন দল নিয়ে এত গুরুতর অভিযোগ করেন, সেগুলো অবশ্যই খতিয়ে দেখা উচিত। কিন্তু যাচাই না করে এগুলো অতি দ্রুত উড়িয়ে দেওয়া কাম্য নয়।
তামিম আরও বলেন, জাহানারার অভিযোগের পর তিনি আরও কিছু ঘটনার খবর পেয়েছেন। তিনি দেশের সব নারী ক্রিকেটারকে অনুরোধ করেন, যারা কোনোভাবে হেনস্তার শিকার হয়েছেন, তারা সাহসিকতার সঙ্গে এগিয়ে আসুন। এতে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে দেশের ক্রিকেট ও ক্রীড়াঙ্গনের উন্নতি হবে।
তিনি বলেন, যদি জাহানারার অভিযোগের যথাযথ ব্যবস্থা না নেওয়া হয় এবং ন্যায়বিচার নিশ্চিত না করা যায়, তাহলে ভবিষ্যতে কোনো মেয়ে ক্রিকেট বা যেকোনো খেলায় আসতে ভয় পাবে এবং খেলাকে পেশা হিসেবে বেছে নিতে পিছপা হবে। আমরা সেটা হতে দিতে পারি না।