টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে যারা
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১০:৪২ | অনলাইন সংস্করণ
ক্রীড়া ডেস্ক

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আয়ারল্যান্ড। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। অর্থাৎ প্রথমে ফিল্ডিং করবে টাইগাররা।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাত ওভার খেলে ১ উইকেট হারিয়ে ৩১ রান সংগ্রাহ করেছে আয়ারল্যান্ড। ক্রিজে আছেন কেড কারমাইকেল (১২ রান) ও পল স্টার্লিং (১৯ রান)। অন্যদিকে বাংলাদেশের পক্ষে প্রথম উইকেটটি শিকার করেছেন হাসান মাহমুদ।
দুই পেসার ও তিন স্পিনারকে নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের টেস্ট ক্যাপ পেয়েছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। লাল-সবুজের হয়ে শুধু টি-টোয়েন্টি খেলেছেন তিনি। লম্বা সময় ধরে প্রথম শ্রেণির ক্রিকেটে পারফর্ম করছিলেন মুরাদ। ৩৯টি ম্যাচ খেলে ১৬৫ উইকেট নিয়েছেন ২০২০ সালে যুব বিশ্বকাপজয়ী দলের এই ক্রিকেটার। মুরাদকে টেস্ট ক্যাপ পরান আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
অন্যদিকে আয়ারল্যান্ড দলে অভিষেক হচ্ছে জর্ডান নিল ও কেড কারমাইকেলের। আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১৯ বছর বয়সী নিলের অভিষেক হয়েছে।
এর আগে ২০২৩ সালের এপ্রিলে দুই দল টেস্টে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-আয়ারল্যান্ড। মিরপুরে সেই ম্যাচে চার দিনেই জিতেছিল বাংলাদেশ। ২০১৭ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এটি আয়ারল্যান্ডের ১১তম ম্যাচ। তিনটি জিতেছে তারা, হেরেছে সাতটি। এ নিয়ে দ্বিতীয়বার দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে তারা। আগেরটিতে প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।
আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং, কেড কারমাইকেল, হ্যারি টেক্টর, কুর্টিস ক্যাম্ফার, লোরকান টাকার, জর্ডান নিল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকক্যার্থি, ম্যাথু হাম্ফ্রেস, ক্রেইগ ইয়াং।
