ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

টিকা না নেওয়ায় স্কোয়াড থেকে বাদ পড়লেন আর্জেন্টিনার তিন ফুটবলার

টিকা না নেওয়ায় স্কোয়াড থেকে বাদ পড়লেন আর্জেন্টিনার তিন ফুটবলার

একমাত্র প্রীতি ম্যাচ খেলতে আফ্রিকা সফরে যাচ্ছে আর্জেন্টিনা। তবে তার আগে দলের জন্য এলো বড় দুঃসংবাদ। ‘ইয়োলো ফিভার ভ্যাকসিন’ না নেওয়ায় স্কোয়াড থেকে বাদ পড়েছেন অ্যাতলেটিকো মাদ্রিদের তিন তারকা হুলিয়ান আলভারেজ, জুলিয়ানো সিমিওনে ও নাহুয়েল মোলিনা।

নির্ধারিত সময়ে ক্যাম্পে যোগ দিয়েছিলেন তিন ফুটবলার। তাদের প্রত্যাহার প্রসঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানায়, ইয়োলো ফিভার ভ্যাকসিন নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি তিন ফুটবলার, যা অ্যাঙ্গোলায় প্রবেশের জন্য অপরিহার্য। তাই তাদের জাতীয় দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

সম্প্রতি আফ্রিকার কিছু অংশে এবং দক্ষিণ আমেরিকায় মশাবাহিত জীবাণু থেকে ইয়োলো ফিভার ছড়িয়ে পড়েছে। সে কারণে এসব অঞ্চলে প্রবেশে সবার প্রতিষেধক নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই তিনজনের বদলে দলে ডাক পেয়েছেন দুই ডিফেন্ডার কেভিন ম্যাক-অ্যালিস্টার ও লিয়ান্দ্রো মার্টিনেজ এবং উইঙ্গার এমিলিয়ানো বুয়েন্দিয়া। এই তিনজনের মধ্যে অভিষেকের অপেক্ষায় আছেন কেভিন ম্যাক-অ্যালিস্টার, যিনি দলে থাকা লিভারপুল মিডফিল্ডার ম্যাক-অ্যালিস্টারের বড় ভাই।

এই ম্যাচের জন্য আর্জেন্টিনার স্থানীয় ক্লাবে খেলা কোনো ফুটবলার ডাকা হয়নি। কম গুরুত্বপূর্ণ এ ম্যাচের জন্য দেশটির কোনো ক্লাবের যেন ক্ষতি না হয়, সেজন্যই এ সিদ্ধান্ত নিয়েছেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া। আর এতে অবশ্য বেশ কয়েকজন তরুণ প্রতিভাকে যাচাই করে দেখার সুযোগ পাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি।

আবা/এসআর/২৫

টিকা,বাদ,ফুটবলার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত