অনলাইন সংস্করণ
১১:৫২, ১৬ নভেম্বর, ২০২৫এক দিন আগে আর্জেন্টিনা জিতেছিল অ্যাঙ্গোলার বিপক্ষে ২-০ গোলে। এবার একই ব্যবধানে সেনেগালকে হারিয়ে জয়ের আনন্দে ভাসল ব্রাজিল। আফ্রিকান এই দেশের বিপক্ষে ইতিহাসে প্রথমবার জয়ের স্বাদ পেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ব্রাজিলের হয়ে প্রথম গোলটি করেন এস্তেভাও। এরপর ব্যবধান বাড়ান কাসেমিরো। ফলে শনিবার প্রীতি ম্যাচটি ২-০ গোলে জিতে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল।
পুরো ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলেছে ব্রাজিল। ১৪টি শটের মধ্যে ছয়টি ছিল লক্ষ্যে। অন্যদিকে দুই বছর আগে লিসবনে ৪-২ গোলের জয়ের স্মৃতি থাকা সেনেগাল ১১টি শট নিলেও লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র একটি।
ব্রাজিল–সেনেগাল লড়াই শুরু হয় ২০১৯ সালে। প্রথম ম্যাচটি হয়েছিল ১-১ গোলে ড্র। এরপর ২০২৩ সালের জুনে সেনেগালের কাছে হার দেখে ব্রাজিল। সর্বশেষ দেখা পর্যন্ত আফ্রিকান দলগুলোর বিপক্ষে জয়হীন থাকা সেলেসাও এবার নিজেদের প্রথম জয়ে হাসলো। এর আগে তারা মরক্কো ও ক্যামেরুনের কাছেও হার মেনেছিল।
ম্যাচের শুরুতেই গোলপোস্ট বাধা হয়ে দাঁড়ায় ব্রাজিলের সামনে। চতুর্থ মিনিটে ম্যাথিউস কুনহার শট পোস্টে লেগে ফিরে আসে। ১৭তম মিনিটে তার হেড লাগে ক্রসবারে। ভিনিসিয়ুসের শটও রুখে দেন সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দো মেন্দি।
২৮তম মিনিটে আসে গোলের দেখা। কাসেমিরোর থ্রু বল প্রতিপক্ষের একজনের পায়ে লেগে ডি-বক্সে পেয়ে যান এস্তেভাও। ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড দ্রুত এগিয়ে এসে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন।
৩৫তম মিনিটে ব্যবধান বাড়ান কাসেমিরো। রদ্রিগোর নিখুঁত ফ্রি কিক থেকে বল পেয়ে নজরচ্যুত অবস্থায় নিয়ন্ত্রণে নেন অভিজ্ঞ এই মিডফিল্ডার। এরপর সহজেই মেন্দিকে পরাস্ত করেন।
বিশ্বকাপ বাছাইপর্ব শেষে গত মাসে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল। দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে হারানোর পর জাপানের কাছে ৩-২ গোলে হেরে যায় তারা। আনচেলত্তির অধীনে সাত ম্যাচে এটিই ব্রাজিলের চতুর্থ জয়।
আগামী মঙ্গলবার তিউনিসিয়ার বিপক্ষে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাও।