আসিফের মন্তব্য নিয়ে বাফুফের কাছে দুঃখপ্রকাশ বিসিবি সভাপতির
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১৬:০৭ | অনলাইন সংস্করণ

গত ৯ নভেম্বর ক্রিকেট কনফারেন্সে ফুটবল ও ফুটবলারদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে ব্যাপক আলোচনায় আসেন বিসিবি পরিচালক আসিফ আকবর। বিসিবির আনুষ্ঠানিক অনুষ্ঠানে ফুটবলকে অপমানজনকভাবে উপস্থাপনের প্রতিবাদ জানিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠান। চার দিন পর বিসিবি বাফুফেকে সেই চিঠির আনুষ্ঠানিক উত্তর দেয়।
বাফুফে ইতোমধ্যে বিসিবি সভাপতির পাঠানো চিঠি পেয়েছে। ফুটবল ফেডারেশনের প্রধান তাবিথ আউয়ালের কাছে পাঠানো আমিনুলের স্বাক্ষরিত সেই চিঠিতে আসিফের বক্তব্যের ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, আসিফ বিসিবির পরিচালক হলেও ওই অনুষ্ঠানে তাকে কাউন্সিলর হিসেবে পরিচয় করানো হয়েছিল।
চিঠিতে বলা হয়, রাজশাহী জেলার প্রতিনিধিত্বকারী কাউন্সিলর হিসেবে আসিফ ওই বক্তব্য দিয়েছেন। তার জেলার ক্রিকেট কার্যক্রম ও মাঠসংক্রান্ত নানা হতাশা ও জটিলতার কারণে ব্যক্তিগত ক্ষোভ থেকে ওই মন্তব্য এসেছে বলেও উল্লেখ করা হয়।
চিঠিতে আরও বলা হয়, কোনো ব্যক্তির বক্তব্য বিসিবির অবস্থান নয়। ক্রিকেট বোর্ডের সভাপতি লিখেছেন, ক্রিকেট কনফারেন্সে দেওয়া বক্তব্য সম্পূর্ণই আসিফ আকবরের ব্যক্তিগত মতামত, এটি বিসিবির অবস্থান হিসেবে বিবেচনা করা সঠিক নয়।
ফুটবলারদের সরাসরি অপমান করায় দেশের ফুটবল অঙ্গন ক্ষোভ ও তীব্র নিন্দা জানায়। ফুটবলাররা আসিফের কাছে বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাইতে বলেন। এখনো তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাননি। তবে বিসিবি সভাপতি চিঠিতে দুঃখ প্রকাশ করে লিখেছেন, তার ওই বক্তব্যের কারণে ফুটবল পরিবার বা সমর্থকদের মনে কোনো ধরনের আঘাত বা বিভ্রান্তি সৃষ্টি হয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত।
বাফুফের কাছে বিসিবি সভাপতি দুঃখ প্রকাশ করলেও আসিফ এখনো ক্ষমা চাননি। এ বিষয়টি নিয়ে আজ সন্ধ্যায় সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাবে একটি জরুরি সভা ডাকা হয়েছে। সেখানে আসিফের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশের দুই জনপ্রিয় খেলা ফুটবল ও ক্রিকেট এবং সংশ্লিষ্ট দুই সংগঠন বাফুফে ও বিসিবি দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিসিবি সভাপতি চিঠিতে দেশের ফুটবলের অবদান স্বীকার করে ফুটবলের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, খেলাধুলা বিভেদ নয়, বরং ঐক্যের প্রতীক; তাই বিসিবি সব ক্রীড়া সংস্থার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।
