ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ছক্কা হাকিয়ে বোল্ড শান্ত, শততম টেস্টে ব্যাটিংয়ে মুশফিক

ছক্কা হাকিয়ে বোল্ড শান্ত, শততম টেস্টে ব্যাটিংয়ে মুশফিক

মুশফিকুর রহিমের শততম মাইলফলক টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। সিলেট টেস্টের প্রথম ইনিংসে ১৬৮ রানের রেকর্ড জুটি গড়েছিলেন দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। আজও দুজনের ব্যাটে দুর্দান্ত সূচনা পায় স্বাগতিকরা।

কিন্তু থিতু হয়েও দুজনই হাফসেঞ্চুরি হাতছাড়া করে ফেরেন। মধ্যাহ্ন বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১০০ রান।

অধিনায়ক নাজমুল হোসেন শান্তও উইকেটে বেশি সময় টিকতে পারেননি। সাদমান ও জয়ের পর তাকেও ফেরান অভিজ্ঞ আইরিশ স্পিন অলরাউন্ডার ম্যাথু ম্যাকব্রাইন। ইনিংসের শেষ দিকে বাংলাদেশের ব্যাটাররা বেশ সংগ্রাম করছিলেন। ৮৮ বলে কোনো বাউন্ডারি আসেনি। সেই খরা কাটান শান্ত, ম্যাকব্রাইনের বলে লং অনের ওপর দিয়ে ছয় হাঁকিয়ে। তবে পরের বলেই বোল্ড হয়ে ফেরেন তিনি।

অফ স্টাম্পের বাইরে থেকে ভেতরে ঢুকতে থাকা বলটি শান্তর ব্যাটে লেগে অফ স্টাম্প ভেঙে দেয়। তিনি করেন ৮ রান। বাংলাদেশ তৃতীয় উইকেট হারায় ৯৫ রানে।

এর আগে, ভালো শুরু করেও ম্যাকব্রাইনের বলেই আউট হন দুই ওপেনার। সাদমান ৩৫ রানে এলবিডব্লিউ হন। আম্পায়ার প্রথমে আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। ওপেনিং জুটি ভাঙে ৫২ রানে।

এরপর জয় সতর্কভাবে এগোচ্ছিলেন, তবে দীর্ঘ সময় বাউন্ডারি না পাওয়ায় চাপ বাড়ছিল তার ওপর। সেই চাপ কাটাতে বড় শট খেলতে গিয়ে মিড-অফে ক্যাচ দেন বদলি ফিল্ডার ম্যাককার্থির হাতে। ৩৪ রান করে ফেরেন জয়।

মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার সময় মুমিনুল হক ১৭ এবং শততম টেস্টে খেলতে নামা মুশফিকুর রহিম ৩ রানে অপরাজিত ছিলেন।

ব্যাটিংয়ে মুশফিক,শততম টেস্ট,বোল্ড শান্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত