অনলাইন সংস্করণ
১৫:৩৩, ২১ নভেম্বর, ২০২৫
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে সফরকারী আয়ারল্যান্ডকে ২৬৫ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। এতে ২১১ রানের লিড পায় টাইগাররা। নিয়ম অনুযায়ী আয়ারল্যান্ড ফলো অনে পড়লেও বাংলাদেশ তাদের ফলো অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
দ্বিতীয় দিনের খেলা শুরুর পর ৩৮ ওভারেই ৯৮ রানে ৫ উইকেট হারায় আয়ারল্যান্ড। সেখান থেকে লরকান টাকার, স্টিফেন দোহানি ও জর্ডান নেইল দলের হাল ধরেন। টাকার ৭৫ রান করে অপরাজিত থাকেন।
এর আগে ওপেনিংয়ে ৪১ রান তোলে আয়ারল্যান্ড। পল স্টার্লিং ২৭ বলে ২৬ রান করেন। অন্য ওপেনার আন্দ্রে বালবির্নি ২১ রানে ফেরত যান। কেদে কারমাইকেল ১৭ রান, হ্যারি টেক্টর ১৪ রান এবং কার্টুস ক্যাম্পার শূন্য রানে আউট হন।
মাঝে টাকারের সঙ্গে দোহানির ৮১ রানের জুটি এবং নেইলের সঙ্গে ৭৪ রানের জুটি আয়ারল্যান্ডকে লড়াইয়ে রাখে। দোহানি ৪৬ ও নেইল ৪৯ রান যোগ করেন দলের স্কোরে।
বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন। খালেদ মাহমুদ ও হাসান মুরাদ নেন ২টি করে উইকেট। একটি করে উইকেট পড়েছে এবাদত ও মিরাজের ঝুলিতে।
এর আগে, বাংলাদেশের প্রথম ইনিংস থামে ৪৭৬ রানে। মুশফিকুর রহিম তার শততম টেস্টে ১০৬ রান করেন। শততম টেস্টে সেঞ্চুরি করা একাদশ ক্রিকেটার হিসেবে নাম লেখান তিনি। লিটন দাসও খেলেন দুর্দান্ত ১২৮ রানের ইনিংস।
প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ২২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল বিনা উইকেটে ৮৯ রান।