শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১৯:৫২ | অনলাইন সংস্করণ

এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের সেমিফাইনালে ভারত ‘এ’ দলের বিপক্ষে নাটকীয় সুপার ওভারে জিতে ফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’ দল।
একের পর এক ভুলের পর খেলা গড়ায় সুপার ওভারে, যেখানে রিপন মন্ডলের দুর্দান্ত বোলিংয়ে পরপর দুই বলেই ভারত দুই উইকেট হারায়। ফলে বাংলাদেশের সামনে দাঁড়ায় মাত্র ১ রানের লক্ষ্য। সেই সহজ লক্ষ্যও ওয়াইডের সাহায্যে পূর্ণ করে বাংলাদেশ জয় নিশ্চিত করে।
সুপার ওভারের আগে মূল ২০ ওভারের ম্যাচে চরম নাটক চলছিল। বাংলাদেশ ১৯৫ রান করে, ভারতের হাতে শেষ দুই ওভারে দরকার ছিল ২১ রান। হাতে ছিল ৫ উইকেট। সেই মুহূর্তে বল হাতে নিয়ে রিপন মন্ডল ৬ বলে মাত্র ৫ রান দেন এবং তুলে নেন ১টি উইকেট, যা পুরো ম্যাচের দৃশ্যপট বদলে দেয়।
টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে আকবর আলীর দল ভালো শুরু পায় দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলমের মাধ্যমে। ৪.২ ওভারে তাদের ওপেনিং জুটিতে আসে ৪৩ রান। ১৪ বলে ২৬ রান করে ফেরেন জিসান। এরপর দ্রুত আরও কিছু উইকেট হারায় বাংলাদেশ দল। তবে একপ্রান্ত আগলে রেখে খেলছিলেন সোহান, ৪৬ বলে ৬৫ রান করে আউট হন।
এদিন ব্যাট হাতে সোহানকে সঙ্গ দিতে ব্যর্থ হন জাওয়াদ আবরার, আকবর আলী ও আবু হায়দার রনি। শেষ দিকে ঝড়ো ইনিংস খেলেন মেহেরব ও ইয়াসির রাব্বি। তাদের অবদানে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৯৪ রান করে বাংলাদেশ ‘এ’ দল।
