বিশ্ব জিমন্যাস্টিকসে খুদেদের সাফল্য

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১০:২৯ | অনলাইন সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

আগে বিভিন্ন আন্তর্জাতিক আসর থেকে পদক জিতে এনেছেন দেশের খুদে জিমন্যাস্টরা। তবে এবার পদক না জিতলেও প্রথমবার বিশ্ব র‍্যাংকিং পেলেন দেশের খুদে জিমন্যাস্টরা। গত বৃহস্পতিবার রাতে ফিলিপাইনে অনুষ্ঠিত তৃতীয় জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ালিফাইং রাউন্ডে উটিংওয়াং মারমা ভল্টে ১২.২৫ পয়েন্ট পেয়ে বিশ্ব র‍্যাংকিংয়ে ২১তম এবং মেনটন টনি পোমেল হর্সে ১২.০৬ পয়েন্ট পেয়ে ২৩তম অবস্থান অর্জন করেছেন। দলগতভাবে বাংলাদেশ ৭৪টি দেশের ৩৬তম স্থানে রয়েছেন।

জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ফিলিপাইন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘এর আগে আমাদের দলগত অবস্থান ৭০ এর পর থাকত। এবার দুর্দান্ত খেলেছে ছেলেরা। তাছাড়া উটিংওয়াং মারমা মাত্র এক পয়েন্টের জন্য ফাইনাল রাউন্ডে (শীর্ষ পাঁচে) যেতে পারেনি। যা তাকে খুবই কষ্ট দিয়েছে।’ তিনি যোগ করেন, ‘এবার আমরা ভারতের উপরে রয়েছি। আশাকরি সামনে আমাদের অবস্থান আরও এগিয়ে আসবে।’