ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দাপুটে জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

দাপুটে জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ২১৭ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। নিজের শততম টেস্টে শতকের হাঁকানোর পাশাপাশি দলের জয়ও দেখলেন টাইগার অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। সিরিজের দুই টেস্টেই দাপুটে জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ করলো স্বাগতিকরা।

ম্যাচের পঞ্চম দিন ভালোই লড়াই করেছে আয়ারল্যান্ড। বিশেষ করে কার্টিস ক্যাম্ফার টাইগার বলারদের বিরুদ্ধে লড়াই চালিয়ে একাই করেছেন ৭১ রান। শেষ পর্যন্ত তাকে আর আউটই করতে পারেনি স্বাগতিকরা। তবে আউট হয়েছেন তার সঙ্গে জুটি গড়া ম্যাকব্রাইন ও গেভিন হোয়ে। ফলে দ্বিতীয় ইনিংসে সব কটি উইকেট হারিয়ে ২৯১ রান করতে পেরেছে সফরকারীরা।

রোববার (২৩ নভেম্বর) শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে পঞ্চম দিনের খেলা শুরু হলে লাঞ্চের দুই উইকেট হারিয়ে ৮ উইকেটে ২৬৩ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। জয়ের জন্য তখনও দরকার ছিল ২৪৬ রান।

জিততে হলে আয়ারল্যান্ডকে গড়তে হতো ইতিহাস। দুশোর বেশি বাকি থাকা রান মোকাবিলা করে জিততে চাইলে দেড় সেশনে ব্যাট চালাতে হতো টি-টোয়েন্টি মেজাজে। হাতে ছিল কেবল ২ উইকেট।

এমন অবস্থায় গেভিন হোয়েকে নিয়ে কার্টিস ক্যাম্ফার গড়েন ৫৪ রানের জুটি। সেই জুটি ভেঙে টাইগার শিবিরে স্বস্তি ফেরান হাসান মুরাদ। দলীয় ২৯১ রানে গেভিন লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন। পরের বলেই বোল্ড হন ম্যাথু হাম্প্রেস। তাতেই নিশ্চিত হয়ে যায় ২১৭ রানের জয়।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪টি করে উইকেট শিকার করেছেন স্পিনার তাইজুল ইসলাম ও হাসান মুরাদ। সমান একটি করে উইকেট ঝুলিতে পুরেছেন মেহেদী হাসান মিরাজ ও খালেদ আহমেদ।

আগামী ২৭ নভেম্বর টি-টোয়েন্টি সিরিজে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। প্রথম দুটি ম্যাচ গড়াবে চট্টগ্রামে, তৃতীয় এবং শেষটি অনুষ্ঠিত হবে ঢাকার শেরে বাংলায়।

বাংলাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত