অনূর্ধ্ব-১৭: প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে পর্তুগাল
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৬:৩৪ | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক

চরম নাটকীয়তার ম্যাটে শেষ পর্যন্ত টাইব্রেকারে ব্রাজিলকে ৬-৫ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল পর্তুগিজ যুবারা।
সোমবার (২৪ নভেম্বর) রাতে কাতারের দোহায় অনুষ্ঠিত এই ম্যাচে ফুটবল বিশ্ব দেখল চরম উত্তেজনার এক প্রদর্শনী।
ম্যাচের শুরুর প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। দ্বিতীয়ার্ধেও দুই দলের আক্রমণ-প্রতি-আক্রমণ চললেও গোলের শিখর ছোঁয়া যায়নি। ফলে নির্ধারিত ৯০ মিনিটের লড়াই গোলশূন্য (০-০) অবস্থায় শেষ হয়। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অতিরিক্ত সময় থাকে না। তাই ৯০ মিনিট শেষে রেফারি খেলা পেনাল্টিতে নেয়ার ঘোষণা দেন। যেখানে রচিত হয় মূল নাটক।
টাইব্রেকারে প্রথম পাঁচ শটে দুই দলই দুর্দান্ত নির্ভুলতা দেখায়। এরপর খেলা গড়ায় ‘সাডেন ডেথ’-এ। এই পর্বে, পর্তুগালের হয়ে শট নিতে আসা হোসে নেতো কোনো ভুল না করে বল জালে জড়িয়ে দেন।
এরপর ব্রাজিলিয়ান তরুণ আঞ্জেলো শট নিতে এসে চাপ সামলাতে পারেননি। তার শটটি বারের ওপর দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়। আঞ্জেলোর এই মিসের সঙ্গে সঙ্গেই পর্তুগাল শিবির উল্লাসে মেতে ওঠে। আর এতেই ৬-৫ গোলে জয় ছিনিয়ে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে পর্তুগাল।
আবা/এসআর/২৫
